সম্পূর্ণ ওলটপালট টিআরপি তালিকা! কে হল নতুন বেঙ্গল টপার? রইল চক্ষু ছানাবড়া করা TRP তালিকা

Trisha

No comments
24h Aug Target Rating Point List Bengali Serial Anurager Chhowa Bengal Topper

Target Rating Point List of Bengali Serials 24th August 2023 : প্রতি সপ্তাহের বৃহস্পতিবার মানেই সিরিয়াল প্রেমীদের জন্যে এক বিশেষ দিন! এই দিনটার জন্য অপেক্ষায় থাকেন বাংলা মেগা সিরিয়ালের (Bengali Mega) সমস্ত  ভক্তরা। কারণ এই দিনেই বাংলা সিরিয়ালের ভাগ্য নির্ণয়ের দিন তথা টিআরপি (TRP) রিপোর্ট প্রকাশ্যে আসার দিন। গত সপ্তাহের টিআরপি রিপোর্ট প্রকাশে একদিন দেরি হলেও কিন্তু এই সপ্তাহের রিপোর্ট একদম সময় মতো এসে গেছে। তাই আর অপেক্ষা না করে আসুন দেখা নেওয়া যাক চক্ষু ছানাবড়া করে দেওয়ার মত নতুন TRP তালিকা

গত সপ্তাহে বাংলার সেরা বাংলা সিরিয়াল ষ্টার জলসার (Star Jalsha) অনুরাগের ছোঁয়া (Anurager Chhowa)-কে পেছনে ফেলে এগিয়ে এসেছিল জি বাংলার মেগা সিরিয়াল জগদ্ধাত্রী (Jagaddhatri)। কিন্তু আর নয় , এ সপ্তাহে আবার নিজের জায়গা ঠিক ফিরে পেয়ে গেছে সূর্য-দীপা!

হ্যাঁ ঠিকই শুনছেন! এক সপ্তাহের মধ্যেই নিজের আসন আবার কেড়ে নিয়ে বেঙ্গল টপারের শিরোপা নিজের মাথায় পরে নিয়েছে অনুরাগের ছোঁয়া। সামান্য পয়েন্টের মধ্যে দিয়ে জগদ্ধাত্রীকে টেক্কা দিয়েছে দীপা। ৮.২ পয়েন্টে বাংলার সেরা হয়ে গিয়েছে দীপা-সূর্য! এর ঠিক পরেই দ্বিতীয় স্থানে রয়েছে জগদ্ধাত্রী ৮.১।

Jagaddhatri Actress Ankita Mallick Shares her reaction after being TRP list topper

এরপর ৭.৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে  ফুলকি। যদিও গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহের তুলনায় প্রাপ্ত নম্বরের পরিমান কম! প্রথম তিনি ধামাকা করার পর চতুর্থ স্থানও দখল করেছে জি বাংলার  জনপ্রিয় মেগা রাঙা বউ, প্রাপ্ত পয়েন্ট ৭.২।

এসপ্তাহে পর্ণার কাহিনী ৬.৬ পয়েন্ট পেয়ে রয়েছে ষষ্ঠ স্থানে। পঞ্চম স্থানে রয়েছে  ষ্টার জলসার সন্ধ্যাতারা যার প্রাপ্ত পয়েন্ট ৬.৯।  বাকিদের মধ্যে কার কাছে কই মনের কথার জনপ্রিয়তা বেশ বেড়েছে। তাহলে চলুন দেখে নেওয়া যাক এসপ্তাহের সেরা দশ বাংলা মেগার প্রাপ্ত টিআরপি।

বাংলা সিরিয়ালের সেরা ১০ এর টিআরপি তালিকা (TRP List of Top 10 Bengali Serial) :

১ম •• অনুরাগের ছোঁয়া ৮.২
২য় •• জগদ্ধাত্রী ৮.১
৩য় •• ফুলকি ৭.৬
৪র্থ •• রাঙা বউ ৭.২
৫ম •• সন্ধ্যা তারা ৬.৯

৬ম.. নিম ফুলের মধু (৬.৬)
৭ম.. বাংলা মিডিয়াম ৬.৫
৮ম.. হরগৌরী পাইস হোটেল (৬.৪)
৯ম.. কার কাছে কই মনের কথা, তুঁতে (৫.৯)
১০ম.. পঞ্চমী (৫.৪)

নতুনের ভিড়ে ইতিমধ্যেই হু হু করে টিআরপি কমেছে একাধিক পুরোনো সিরিয়ালের। আর শোনা যাচ্ছে শীঘ্রই বন্ধও হতে চলেছে চারটি জনপ্রিয় ধারাবাহিক। যার মধ্যে নাকি ‘গৌরী এলো’ (Gouri Elo), ‘খেলনা বাড়ি’র (Khelna Bari) থেকে ‘ইচ্ছে পুতুল’ (Icche Putul) ও ‘মুকুট’র (Mukut) এর নাম রয়েছে।

Leave a Comment