পুরোনোদের টেক্কা দিয়ে দুর্দান্ত ফল, ফুলকি নাকি দীপা কে হল বেঙ্গল টপার? রইল সম্পূর্ণ TRP তালিকা

Nandini

No comments

Target Rating Point : প্রতি সপ্তাহের মত এসপ্তাহেও বৃহস্পতিবার হতেই রিলিজ হয়েছে বাংলা সিরিয়ালের (Bengali Mega Serial) টিআরপি তালিকা (TRP List)। যেখানে পয়েন্টের ভিত্তিতে নির্বাচিত হয় সাপ্তাহিক সেরা সিরিয়াল। জি বাংলা (Zee Bangla) হোক বা ষ্টার জলসা (Star Jalsha) এটাই যে কোনো জীয়নকাটি বলা যেতে পারে। কারণ টিআরপি কমলেই বন্ধের মুখে চলে যায় সিরিয়াল। তাহলে এবারের সেরা ১০ সিরিয়ালের তালিকায় কে হল সেরা? চলুন দেখে নেওয়া যাক।

যারা সিরিয়াল দেখেন তারা প্রত্যেকেই জানেন স্টার জলসার অনুরাগের ছোঁয়া (Anurager Chhowa) সিরিয়ালের জনপ্রিয়টা ঠিক কতটা। বিগত কয়েক মাস ধরে সবাইকে ছাপিয়ে বেঙ্গল টপারের (Bengal Topper) শিরোপা রয়েছে এই ধারাবাহিকের কাছে। এবারেও তার অন্যথা হলো না, আবারো বেঙ্গল টপার হল অনুরাগের ছোঁয়া। প্রাপ্ত পয়েন্ট ৮.৯। তবে এক ইঞ্চিও জমি ছাড়তে রাজি নয় জগদ্ধাত্রী। ৮.৪ পয়েন্ট পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে জগদ্ধাত্রী (Jagaddhatri)

Bengali-Serial-top-ten-trp-list

এবার তৃতীয় নম্বরে যে সিরিয়াল রয়েছে তা সকলকেই চমকে দিয়েছে। দীর্ঘ আড়াই বছর ধরে সেরা সিরিয়াল থাকার পর মিঠাই সিরিয়ালের জনপ্রিয়তা কমে ও শেষ হয়। এরপর শুরু হয় ফুলকি (Phulki)। আর অল্প কিছুদিনের মধ্যেই দর্শকদের নতুন ফেভারেট হয়ে উঠেছে ফুলকি। এবারের টিআরপি তালিকা তো তার প্রতিচ্ছবি দেখা যাচ্ছে। ৮.২ পয়েন্ট সহ তৃতীয় স্থানে রয়েছে ফুলকি।

এরপর চতুর্থ স্থানে রয়েছে শ্রুতি দাস অভিনীত রাঙা বউ। যেটা ৭.৩ পয়েন্ট পেয়েছে। অন্যদিকে সৃজন অভিনেতা রুবেল দাস অসুস্থ হয়ে পড়ায় তাকে দেখা যাচ্ছে না নিম ফুলের মধু ধারাবাহিকে। তার জেরেই হয়তো জনপ্রিয়তা কিছুটা কমেছে। এবারে ৭.২ পেয়ে পঞ্চম হয়েছে পর্ণা-সৃজনের কাহিনী।

ষষ্ঠ স্থানে রয়েছে হরগৌরী পাইস হোটেল, প্রাপ্ত পয়েন্ট ৬.৬। এরপর সামান্য নম্বরের পার্থক্যে সপ্তম হয়েছে বাংলা মিডিয়াম, পেয়েছে ৬.২ পয়েন্ট। অষ্টম ও নবম স্থানে রয়েছে এক্কা দোক্কা ও পঞ্চমী, এদের প্রাপ্ত নম্বর যথাক্রমে ৫.৯ ও ৫.৬। আর ৫.৫[পয়েন্ট পেয়ে দশম স্থানে রয়েছে মিতুলের কাহিনী খেলনা বাড়ি।

Leave a Comment