প্রথম স্ত্রীকে ডিভোর্স না দিয়েই দ্বিতীয় বিয়ে, রইল বলিউডের এমন ৫ জনপ্রিয় তারকাদের নাম

Saranya

No comments
5 Bollywood Celebrities who married second time with divorcing first wife

বলিউড ইন্ডাস্ট্রিতে (Bollywood Industry) ভাঙা-গড়া নতুন কোনো বিষয় নয়। চিরস্থায়ী ব্যাপারটা খুব কম দেখা যায়। আজ নতুন তৈরি হচ্ছে, কাল ভেঙে যাচ্ছে, এই ভাঙা-গড়ার খেলা চলতেই থাকে। কেউ স্ত্রী থাকার সত্ত্বেও লুকিয়ে সম্পর্ক করছে, কেউ আবার স্ত্রী থাকার সত্ত্বেও লুকিয়ে পুনঃবার বিবাহ করছেন। আজ দেখে নেওয়া যাক বলিউডের সেই সব দজ্জাল ব্যক্তিত্বদের কথা।

সেলিম খান (Salim Khan): বলিউড ইন্ডাস্ট্রির সফলতম চিত্রনাট্যকার হলেন সেলিম খান। এই সেলিম খান সলমান খানের বাবা। একই ছাদের তলায় রেখেছিলেন দুই বউকে। সেলিমের প্রথম স্ত্রী সলমা খান। প্রথম পক্ষের চার সন্তান। সলমানের বয়স যখন ১৬, তখন ১৯৮১ সালে বলিউড নৃত্যশিল্পী হেলেনকে বিয়ে করেন, সেলিম খান। প্রথমদিকে অশান্তি থাকলেও, এখন দুই বউকে নিয়ে সুখে শান্তিতে ঘর করছেন।

Raj Babbar with second wife

রাজ বব্বর (Raj Babbar): ১৯৭৫ সালে নাদিয়া জাহিরের সাথে বিবাহ হয় রাজের। তাদের সন্তান জুহি হওয়ার পর অভিনয়ে আসেন রাজ, তখনই আলাপ হয় স্মিতা পাটিলের সাথে। আইনি বিচ্ছেদ না ঘটিয়ে রাজ স্মিতাকে বিয়ে করেন। স্মিতার পরিবার রাজি ছিলেন না দুই সন্তানের পিতাকে বিয়ে করুক স্মিতা। বিয়ের পর একটি ছেলে হয়। ছেলের জন্মের ১৫ দিনের মধ্যেই মারা যান স্মিতা।

Udit Narayan with his family

উদিত নারায়ণ (Udit Narayan): বলিউডের লেজেন্ড গায়ক উদিত নারায়ন। প্রথমে তিনি বিয়ে করেন রঞ্জনা নারায়ণ ঝাকে। এরপর তিনি বিয়ে করেন দীপা নারায়ণকে। প্রথম স্ত্রীর সাথে বিয়ের প্রসঙ্গ অস্বীকার করেন, পরে তিনি স্বীকার করতে বাধ্য হন।

Dharmendra with Hema Malini

ধর্মেন্দ্র (Dharmendra): ১৯৫৪ সালে বিয়ে করেছিলেন প্রথম স্ত্রী প্রকাশ কউরকে (Prakash Kaur)। তাদের চার সন্তান সানি দেওল, ববি দেওল, বিজেতা ও অজিতা। প্রথম স্ত্রীকে ডিভোর্স না দিয়েই ১৯৮০ সালে দ্বিতীয়বার বিয়ে করেন হেমা মালিনীকে। প্রথম স্ত্রী বিবাহ বিচ্ছেদ না করায় ধর্মেন্দ্র ইসলাম ধর্ম গ্রহণ করে হেমা মালিনীকে বিয়ে করেন।

মহেশ ভাট (Mahesh Bhatt): ১৯৬৮ সালে মহেশ ভাট বিয়ে করেন লরেন ব্রাইটকে। বিয়ের পর নাম বদলে রাখেন কিরণ। তাদের দুই সন্তান পূজা ভাট এবং রাহুল ভাট। প্রথম স্ত্রীকে ডিভোর্স না দিয়েই সোনি রাজদানকে বিয়ে করেছিলেন। তাদের দুই সন্তান শাহিন ভাট এবং আলিয়া ভাট। মহেশ জড়িয়েছিলেন পারভিন ববির সঙ্গে। কিন্তু পারভিন মানসিক অসুস্থ থাকায় সম্পর্ক টেকেনি।

Leave a Comment