মাধ্যমিক ফেল থেকে পেরোয়নি স্কুলের গন্ডি! টেলি নায়িকাদের পড়াশোনা কতদূর জানেন?

Trisha

No comments
Tollywood Actress Education Qualification

Educational Qualification of Tollywood Actress: খুব কম বয়সেই অভিনয় জগতে পা রাখেন অভিনেত্রীরা (Actress)। আবার কেউ কেউ তো শিশু অভিনেত্রী হিসেবেই নিজেদের পরিচিতি গড়ে তুলতে ব্যস্ত। কেরিয়ার এর নেশায় কিছুক্ষেত্রে পড়াশোনার ব্যাঘাত ঘটা খুব একটা আশ্চর্যের কথা নয়। বর্তমানে ইন্ডাস্ট্রির সেইসমস্ত প্রথমসারির ডাক সাইটে সুন্দরীদের কার পড়াশোনার দৌড় (Educational Qualification) কতদূর তা কি জানেন? বা টলিউড এর সবথেকে শিক্ষিত নায়িকাই বা কে? চলুন জেনে নিন আজ।

রচনা ব্যানার্জী (Rachana Banerjee): বিগত দশ বছর ধরে শুধু  টলিউড নয় ওড়িয়া ফিল্ম ইন্ডাস্ট্রি ও মাতিয়ে রেখেছেন রচনা ব্যানার্জি । দিদি নং ১ এর সঞ্চালনার পাশাপাশি নিজের শাড়ী ও বিউটি প্রোডাক্টস এর ব্যবসা সামলাতে সিদ্ধহস্ত রচনা কিন্তু যথেষ্ট শিক্ষিত। তিনি স্নাতক স্তর অবধি পড়াশোনা করেছেন তা জানা যায়। কিন্তু তার স্নাতক এর বিষয় সম্পর্কে ধোঁয়াশা বর্তমান। টলিউড অভিনেত্রী, শিক্ষাগত যোগ্যতা,রচনা ব্যানার্জী

শুভশ্রী গাঙ্গুলী (Subhashree Ganguly): অভিনয় জগতে পা রাখলেই যে পড়াশোনা শিকিয়ে তুলে দিতে হয়ে, এই মিথ এর যোগ্য জবাব শুভশ্রী গাঙ্গুলী । খুব অল্প বয়সেই ইন্ডাস্ট্রি তে পা রাখলেও তিনি কিন্তু উচ্চশিক্ষা লাভ এর জন্যে লখনৌ এর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট থেকে স্নাতকোত্তর হয়েছিলেন তিনি।

ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta): ৯০ এর দশকের প্রসেনজিৎ-ঋতুপর্ণা জুটি মাতিয়ে রেখেছিল গোটা টলিউড কে। সেই ঋতুপর্ণা কিন্তু যথেষ্ট মেধাবী। ইতিহাস নিয়ে কলকাতা খ্যাত লেডি ব্রেবোন কলেজ থেকে স্নাতক ডিগ্রী গ্রহণ করেন তিনি।

Rituparna Sengupta

নুসরাত জাহান (Nusrat Jahan): ইন্ডাস্ট্রি এর আরেক সুন্দরী নুসরাত এর আগমন ও খুব অল্প বয়সেই। তিনিও পড়াশোনার প্রতি আগ্রহ দেখিয়ে ভবানীপুর কলেজ থেকে বি কম পাস করেছেন। এই মুহূর্তে তিনি তৃণমূল সংসদ এর পদ সামলাচ্ছেন সমান তালে।

শ্রাবন্তী চ্যাটার্জী (Srabanti Chatterjee):  শিশু শিল্পী হিসেবেই ইন্ডাস্ট্রির তে তার আগমন। তার পড়াশোনা সম্পর্কে বিশেষ কিছু জানা না গেলেও তিনি স্কুল এর পড়াশোনা শেষ করবার আগেই গ্ল্যামার দুনিয়ায় পা রেখেছিলেন। তারপর তিনি পড়াশোনা এগিয়ে ছিলেন কিনা তা জানা যায়  না।

Koel Mallick

কোয়েল মল্লিক (Koel Mallick): ছোট থেকেই অভিনেত্রী হতে চাননি কোয়েল, ব্যস্ত থাকতেন পড়াশোনাতেই।গোখেল কলেজ এ সাইকোলজি নিয়ে স্নাতক স্তরে ভর্তি হয়েছিলেন কোয়েল। ফাইনাল ইয়ার এ অভিনয়ের প্রস্তাব পেলে  বাবা রণজিৎ মল্লিক  এর ন্যায় মল্লিক বাড়ির ধারা মেনে অভিনেত্রী  হওয়ার পাশাপাশি স্নাতক ও পাশ করেছিলেন।

রুক্মিণী মৈত্র (Rukmini Maitra): সুপারস্টার দেব এর বহুদিনের চর্চিত প্রেমিকা রুক্মিণীই টলিউড এর  গ্ল্যামার ওয়ার্ল্ড এর সবচেয়ে বেশি শিক্ষিত নায়িকা।লরেটো কলেজ থেকে স্নাতক হওয়ার পর তিনি কেরালার এই আইআইএম থেকে কমিউনিকেশন ম্যানেজমেন্ট থেকে এমবিএ করেন।

Leave a Comment