সিনেমার ‘ফ্লপ’ হিরো থেকে সিরিয়ালের ‘হিরো নং ১’, ‘উচ্ছেবাবু’ হয়ে ওঠার কাহিনী শেয়ার করলেন আদৃত

Saranya

No comments
All you need to know about Adrit Roy tollywood cinema to Bengali Serial journey

Adrit Roy tollywood cinema to Bengali Serial journey: টলিউড ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা আদৃত রায় (Adrit Roy)। চরিত্রের আবহে, জনপ্রিয়তার ভারে, অভিনয় গুণে আদৃত নামটা বদলে সে সকলের কাছে জনপ্রিয় সিডি বয় কিংবা সিদ্ধার্থ নামে। এই নামের পিছনে জড়িয়ে রয়েছে অনেক স্ট্রাগল। প্রথম পা দিয়েই আকাশের চাঁদ হাতে পেয়েছেন এমনটা কিন্তু নয়। অনেক চড়াই উতরাই পেরিয়ে আজ সে এই জায়গায়। 

জি বাংলার ‘মিঠাই ‘ ধারাবাহিক তাঁকে এই জনপ্রিয়তাটা দিয়েছে। সিদ্ধার্থ এবং মিঠাই এই জুটি ধারাবাহিক প্রেমী মানুষদের কাছে জনপ্রিয় হয়েছে । এর আগেও আদৃতকে দেখা গিয়েছে বড় পর্দায়, কিন্তু হিট করতে পারেনি সেসব ছবি। মিঠাই ধারাবাহিক তাঁর জীবন বদলে দিয়েছে। হাজার মানুষ তাঁকে চিনেছে। আর এই জনপ্রিয়তার নিরিখে মিঠাই ধারাবাহিকের সেরা জুটির অ্যাওয়ার্ড জিতেছেন আদৃত। 

টিভি নাইন বাংলা ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ডস-এ সেরা জুটির অ্যাওয়ার্ড পেয়েছেন মিঠাই(সৌমিতৃষা)-সিদ্ধার্থ( আদৃত)। এই পুরস্কার অর্জন করে সৌমিতৃষা এবং আদৃত খুবই খুশি। পুরস্কার হাতে পেয়ে মঞ্চে দাঁড়িয়ে আদৃত জানান,

‘ এই আড়াই বছরে দর্শকদের ভালোবাসা এত পেয়েছি যে জি বাংলা আমার পুরো লাইফটাই বদলে দিল। আমি আগে পাঁচ-ছটা সিনেমা করেছি, কেউ থিয়েটারে দেখতে আসেনি। একদিন সকালে এক বন্ধুর ফোন আসে। সে বলে দর্শকরা তোমার ছবি দেখতে আসছে না, তুমি এক কাজ করো তুমিই তাদের ঘরে পৌঁছে যাও। জি বাংলা জয়েন করো। তখন ভাবলাম এটা খুব ভালো আইডিয়া।’

এরপরই তাঁর কাছে সুযোগ আসে সিদ্ধার্থ মোদকের চরিত্রটি। এই চরিত্রের জন্য  যে ভালোবাসা পেয়েছেন তাঁর জন্য তিনি ধন্যবাদ জানিয়েছেন মিঠাইয়ের লেখিকা রাখী ম্যামকে। ধন্যবাদ জানিয়েছেন রাজেন দা, শিল্পীদি, কৃশানু দাকে। অভিনেতা এর পাশাপাশি জানান, ‘ পর্দাটা আমার কাছে কোনো ম্যাটার না চরিত্রই আসল। টিভি, ওটিটি হোক বা সিনেমা এই সব কিছুই আমার কাছে সমান । আমি অভিনেতা, ভালো চরিত্র পেলে নিশ্চয়ই কাজ করব’। 

Leave a Comment