টলি ইন্ডাস্ট্রির জনপ্রিয় একটি ধারাবাহিক হল ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chowa)। এই ধারাবাহিক যেমন জনপ্রিয়, তেমনই ধারাবাহিকের চরিত্র গুলোও দর্শকদের কাছে বেশ জনপ্রিয়। এই ধারাবাহিকের একটি উল্লেখযোগ্য চরিত্র হল মিশকা। এই মিশকা চরিত্র সকলের কাছেই জনপ্রিয়। এখানে মিশকার চরিত্র খল। তাঁর আসল নাম অহনা দত্ত (Ahana Dutta)। সব সময় সূর্য আর দীপার মাঝে বাঁধার সৃষ্টি করে।
রিল এর পাশাপাশি রিয়েল লাইফেও কিন্তু বিবাহিত পুরুষেরই প্রেমে পড়েছেন। গত ১১ জুন ছিল মিশকার জন্মদিন, এই দিনই অভিনেত্রী মা জানিয়েছেন ক্ষোভের কথা। অভিনেত্রীর মায়ের দাবি মেয়ে বিবাহিত পুরুষের প্রেমে পড়েছেন, তাই রয়েছেন মায়ের থেকে দূরে । এমনকি তিনি অহনার প্রেমিকের কাছে অনুরোধ করেছেন তাঁর মেয়েকে ফিরিয়ে দেওয়ার। এই বিতর্কের মাঝেই বিয়ের কনের সাথে ছবি পোস্ট করেছেন।
আসলে, সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রীর এই কনের সাজে একটি ছবি আর একটি রিল ভিডিও শেয়ার করেছেন অহনা। আর সেই ছবি ঘিরেই হৈচৈ পড়েছে সোশ্যাল মাধ্যমে। ছবিতে দেখা যাচ্ছে মিশকা তবলার পাশে বসে রয়েছে। তবলা রয়েছে বরের বেশে। ক্যাপশনে লেখা, তাহলে কি এবার সত্যি? অহনার এই ছবি দেখে দর্শকরা ভাবছে কি হল ব্যাপারটা? এটা জানতে দেখতে হবে অনুরাগের ছোঁয়া।
প্রথমদিকে দর্শকরা ভাবছিলেন রিয়েল লাইফের কোনো সংযোগ। তারপর জানা যায় রিল লাইফের সংযোগ। সকল অনুরাগীরা বলছেন, এটা সত্যি হলে বেশ ভালো হয়। একজন লিখেছেন, ‘এত বদমাইশি কর তোমার জন্য তবলা দাই পারফেক্ট। ‘আর একজন লিখেছেন, ‘হয়ে গেলে ভালো হয়, দীপা আর সূর্য একসাথে শান্তিতে থাকতে পারবে’। অন্যদিকে রিল লাইফেও বিবাহিত পুরুষের প্রেমে পড়েছেন।
View this post on Instagram
রিয়েল লাইফে তিনি প্রেম করছেন ‘অনুরাগের ছোঁয়া’র রূপটান শিল্পী দীপঙ্কর রায়ের সাথে। সুত্র মারফত জানা যায়, দীপঙ্করের একাধিক বিয়ে রয়েছে। এই সব থাকার সত্ত্বেও তিনি মন দিয়েছেন তাকেই। এই বিতর্কের মাঝে তিনি মুখ খোলেন, জানান, তিনি কারোর স্বামীকে কেড়ে নেননি। রিল লাইফে ভিলেন হলেও, রিয়েল লাইফে নন। তিনি দীপঙ্করের সাথে ভালো আছেন, দীপঙ্কর খুব ভালো একজন মানুষ।
Leave a Comment