অনুরাগের ছোঁয়া (Anurager Chowa) সিরিয়ালের জনপ্রিয়তার সম্পর্কে আলাদা করে কিছুই বলার নেই। ষ্টার জলসার (Star Jalsha) সূর্য-দীপার কাহিনী টিআরপি তালিকায় (TRP List) বিগত কয়েকমাস ধরে একই একশো। গল্পে সোনা-রুপার মুখ চেয়েই নাকি সব সত্যি গোপন করেছেন লাবণ্য সেনগুপ্ত। কিন্তু এবার তাঁর বিরুদ্ধেই ক্ষোভ প্রকাশ করতে দেখা গেল দর্শকদের।
যারা অনুরাগের ছোঁয়া দেখেন, তাঁরা জানেন দীর্ঘদিন ধরেই প্রায় একই জায়গায় আটকে রয়েছে গল্প। একেরপর এক ভুল বোঝাবুঝির জেরে সূর্য-দীপার মিল আজও অধরা। সাথে মিশকার শয়তানি তো আছেই। কিন্তু সোনা-রূপাকেও প্রতিটা দিন কষ্ট পেতে দেখা যাচ্ছে। ইতিমধ্যেই সোনা জেনে গিয়েছে যে সূর্য তাঁর বাবা নয়, তাই নিজের আসল মা-বাবার খোঁজে উঠে পরে লেগেছে সে।
এদিকে সোনা দীপার কাছে গেলেই ভুল বুঝছে সূর্য। সম্প্রতি দেখা গিয়েছে একটা পুজোর আয়োজন করা হয়েছে সেনগুপ্ত পরিবারে। যেখানে পুরোহিত মশাই মনের ইচ্ছা ঠাকুরের কাছে জানানোর জন্য বলেন। তখন সোনা চিরকুটে লেখে, সে যেন তাঁর আসল মা-বাবাকে খুঁজে পায়। এটা দেখে সূর্য সোনাকে বোঝানোর চেষ্টা করে যে সেই তাঁর বাবা, কিন্তু তাতে লাভ হয়নি
কাঁদতে কাঁদতে ওপরে চলে যায় সোনা। হিংসেকুটিকে কাঁদতে দেখে রুপাও কান্না থামাতে উপরে চলে যায়। চোখের সামনে দুই মেয়ের কষ্ট দেখে বুক ফেটে যাচ্ছে দীপার। তাই সে ঠিক করে সূর্যকে সব সত্যি নিজেই জানিয়ে দেবে। কিন্তু একথা লাবণ্য সেনগুপ্তকে জানাতেই সে না করে দেয়। কারণ হিসাবে জানায়, সূর্য দীপার কোনো কোথায় বিশ্বাস করবে না।
এমনিতেই দীর্ঘদিন ধরে সত্যি গোপন হয়ে রয়েছে। তার ওপরে এমন পরিস্থিতিতে দুটো ছোট্ট মেয়েকে কষ্টে পেতে দেখেও লাবণ্য সেনগুপ্তর এই ব্যবহার দেখে চটেছেন দর্শকেরা। সোশ্যাল মিডিয়াতেও এই নিয়ে ব্যাপক আলোচনা দেখা যাচ্ছে। নেটিজেনদের অনেকেই বলছেন, মিশকা নয় আসল ভিলেন তো এরাই।
Leave a Comment