২০২০ সালের ষ্টার জলসার(Star Jalsha) খেলাঘর(Khelaghor) ধারাবাহিকের(Serial) মধ্যে দিয়েই জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছিলেন তিনি। শুধু খেলাঘর নয়, মেয়েবেলা(Meyebela) ধারাবাহিকে অভিনয় করেও দর্শকদের মন জয় করে নিয়েছিলেন এই ২৬বছরের অভিনেত্রী। এখনো চিনতে পারলেন না? তিনি আর কেউ নন সকলের প্রিয় স্বীকৃতি মজুমদার (Swikriti Majumder)।
দর্শকের প্রিয় পূর্ণা ওরফে ‘মৌ’কে এখন দেখা যাবে বুম্বাদার ধারাবাহিকের নায়িকা হিসেবে! খুব শিগগিরই জি বাংলায় আসতে চলেছে এক নতুন ধারাবাহিক “আলোর কোলে”(Alor Kole)। এই ধারাবাহিকে অভিনয় করতে দেখা যাবে স্বীকৃতিকে। এক অশরীরীর চরিত্রে অভিনয় করতে দেখা যাবে পর্ণাকে।
এর আগে ‘খেলাঘর’ সিরিয়ালটি অনেকদিন ধরে চললেও মাত্র পাঁচ মাসের মাথাতেই বন্ধ হয়ে গেছে ‘মেয়েবেলা’। স্বাভাবিকভাবেই আক্ষেপ রয়েছে তার সহ সকল দর্শকদের মনে। অভিনেত্রীর কথায়, ‘মৌঝর’ জুটিকে দর্শকরা আরও কাছাকাছি দেখতে চেয়েছিলেন।’ আসলে অর্পণ ঘোষালের সঙ্গে তার জুটিটা খুবই পছন্দ করছিলেন অনুরাগীরা।
‘মেয়েবেলা’র পর OTTতে কাজ করেছেন অভিনেত্রী। তবে সেই বিষয়ে এখনই বিশেষ কিছু জানাননি তিনি। সময় আসলে জানাবেন বলেছেন। তবে আপনি কি জানেন ইন্ডাস্ট্রিতে পা রাখার আগে স্বীকৃতি ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেছিলেন। এমনকি কলেজ ক্যাম্পাসিং থেকে একটা নামী কোম্পানিতে প্লেসমেন্টও পেয়ে গেছিলেন তিনি। এসবের মধ্যেই অংশ নেন এক বিউটি কন্টেস্টে। সেখানে দ্বিতীয় হন। আর তার ঠিক এক মাস পরেই স্টার জলসার তরফ থেকে কন্ট্যাক্ট করা হয় তার সাথে। প্রস্তাব আসে ‘খেলাঘর’র।
তখন কোনো কিছু না ভেবেই চাকরি ছেড়ে অভিনয় জগতে পা রাখেন তিনি। তবে তার সঙ্গে ছিল তার পরিবারেরও সাপোর্ট। বিশেষ করে স্বীকৃতির মায়ের খুব ইচ্ছা ছিল মেয়ে অভিনয়ে আসুক। তবে নিশ্চিন্তির কল থেকে অনিশ্চিতের জীবনে পা রেখেও সার্থক হয়েছেন অভিনেত্রী। কারণ পর পর দুটো ধারাবাহিকই ।এখন এটাই দেখার তার এই নতুন ধারবাহিককে কিভাবে এখন দর্শকরা।
Leave a Comment