TRP তালিকায় ফুলকি, সন্ধ্যাতারার জয়জয়কার, কোথায় অনুরাগের ছোঁয়া? রইল সম্পূর্ণ টিআরপি তালিকা

Nandini

No comments
Bengali Serial Target Rating Point List Anurager Chowa First Fulki became second

Bengali Serial Target Rating Point List: সূর্য ডুবে বিকেল হতেই বাড়ির মহিলারা টিভির সামনে চলে আসেন, সিরিয়াল (Bengali Mega Serial) দেখার জন্য। জি বাংলা (Zee Bangla) থেকে ষ্টার জলসা (Star Jalsha) একাধিক চ্যানেলে চলে একাধিক সিরিয়াল। কিন্তু এতজনের মাঝে সেরা কে? এই প্রশ্নের উত্তর দিতে প্রতি সপ্তাহের বৃহস্পতিবার হাজির হয়ে টার্গেট রেটিং পয়েন্টের (Target Rating Point) তালিকা।

ইতিমধ্যেই এসপ্তাহের নতুন তালিকা প্রকাশিত হয়েছে। প্রতিবারের মত এবারেও দেখা যাচ্ছে অনুরাগের ছোঁয়া প্রথম স্থান দখল করেছে। তবে বাজি মেরেছে নতুন শুরু হওয়া সিরিয়াল ফুলকি। হ্যাঁ, মিঠাই শেষ হতেই যে সিরিয়াল সকলের মন কেড়েছে সেটা হল জি বাংলার ফুলকি। সদ্যপ্রকাশিত তালিকায় অনুরাগের ছোঁয়া পেয়েছে ৮.৬, সেখানে ফুলকি পেয়েছে ৭.২।

Zee Bangla Fulki Serial

এরপর তৃতীয়স্থানে রয়েছে জ্যাস সন্ন্যালের কাহিনী জগদ্ধাত্রী, প্রাপ্ত পয়েন্ট ৬.৯। চতুর্থ স্থানে রয়েছে নিম মধু, পেয়েছে ৬.৫ পয়েন্ট। পঞ্চম স্থানে রয়েছে ষ্টার জলসার বাংলা মিডিয়াম, পেয়েছে ৬.০। এরপর অবশ্য রাঙা বউ আর হরগৌরী পাইস হোটেল একসাথে দখল করেছে ষষ্ঠ স্থান। দুজনেই। ৫.৯ পেয়েছে।

বাংলার নাগীন ধারাবাহিক এসপ্তাহে ৫.৬ পেয়ে সপ্তম স্থানে রয়েছে। পোখরাজ রাধিকা আর অনির্বানের কাহিনী এক্কা দোক্কা রয়েছে অষ্টম স্থানে। এবারে এই সিরিয়ালের ঝুলিতে এসেছে ৫.৩ পয়েন্ট। নবম স্থানে রয়েছে আরও একটি নতুন শুরু হওয়া সিরিয়াল, সন্ধ্যাতারা (৫.০)। আর লিস্টে দশম স্থানে রয়েছে কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ, যার প্রাপ্ত পয়েন্ট ৪.৭।

Bengali-Serial-top-ten-trp-list

সিরিয়াল ছাড়াও বেশ কিছু রিয়েলিটি শোয়ের টিআরপিও জানা গিয়েছে। যার মধ্যে রচনা ব্যানার্জী সঞ্চালিত দিদি নং ওয়ান এর সানডে ধামাকা ৬.০ ও সিজেন ৯ ২.২ পয়েন্ট পেয়েছে। এছাড়াও ড্যান্স বাংলা ড্যান্স এবারে ৪.৭ পয়েন্ট পেয়েছে। অন্যদিকে ঘরে ঘরে জি বাংলা মাত্র ১.৩ পয়েন্ট তুলতে পেরেছে।

Leave a Comment