মেকাপ ছাড়াই মোহময়ী! বলিউডের সেরা সুন্দরীর তালিকায় জায়গা করে নিয়েছে এই দুই বঙ্গতনয়া

Trisha

No comments

অভিনেত্রী(Actress) মানেই তা সে বলিউড(Bollywood) হোক বা টলিউড(Tollywood) প্রথমে যেটা মাথায় আসে, তা হলো তাদের দামি দামি মেকাপ বা সার্জারি এবং তাদের বিলাসবহুল লাইফস্টাইল। কিন্তু এমন কিছু অভিনেত্রী রয়েছে যারা মেকাপ বা সার্জারি ছাড়াই জন্মগত সুন্দরী! এবং এর সঙ্গে তাদের শরীরে বইছে রাজরক্ত। কেউ নবাব পরিবারের মেয়ে, কেউ বা জন্মেছেন অভিজাত কোনও রাজপরিবারে। এই প্রতিবেদনে রইলো সেইসব সুন্দরী অভিনেত্রীদের কথা।

ভাগ্যশ্রী (Bhagyashree) : সালমান খানের বিপরীতে মাত্র একটি ছবিই ভাগ্য খুলে দেন ভাগ্যশ্রীর। সালমান খানের ‘ম্যায়নে পেয়ার কিয়া’ নায়িকা সেই থেকে আজও জনপ্রিয়। এই রূপশ্রী অভিনেত্রী কিন্তু একজন রাজকন্যা। মহারাষ্ট্রের সাঙ্গলীর পাটবর্ধন রাজ রাজা বিজয় মাধবরাও পাটবর্ধনের কন্যা তিনি।

সোহা আলি খান (Soha Ali Khan) : সোহা প্রকৃত অর্থেই নবাব পরিবারের বংশধর, শর্মিলা ঠাকুর এবং মনসুর আলি খান পতৌদির কন্যা তিনি। তার পিতা ও পিতামহ উভয়েই নবাব ছিলেন। তার পিতামহী সাজিদা সুলতান ছিলেন ভোপালের বেগম৷ সোহা সেই সূত্রেই একজন রাজকন্যা।

রিয়া এবং রাইমা সেন (Riya Sen and Raima Sen) : মহানায়িকা সুচিত্রা সেনের দুই নাতনি কিন্তু শুধু টলিউড নয় বলিউডের দুই খুবই পরিচিত মুখ। রিয়া এবং রাইমার জন্মও কিন্তু রাজপরিবারে। তাদের বাবা ভরত দেববর্মা ত্রিপুরার রাজ পরিবারের সদস্য। অন্যদিকে ভরতের মা ইলা দেবী ছিলেন কোচবিহারের রাজকুমারী। অপরদিকে রিয়া-রাইমার দিদিমা ছিলেন কোচবিহারের রাজকুমারী।

সোনল চৌহান (Sonal Chauhan) : মূলত বলিউডে তার নামডাক  ‘জন্নত’ ছবির জন্য। এই তালিকাতেও তার নাম আছে কারণ তিনি একজন রাজকুমারী। তার জন্ম হয়েছিল উত্তর প্রদেশের শাহি রাজপুত পরিবারে হয়েছিল এবং নিজের স্বপ্ন পূরণ করার জন্য বলিউডে পা রেখেছিলেন তিনি।

অদিতি রাও হায়দারি (Aditi Rao Hydari) : তার মুখেই যেন এক আভিজাত্যের ছাপ স্পষ্ট! সে তিনি মেকাপ করেই থাকুন বা বিনা মেকাপে। সে যাই হোক এই রূপবতী স্বনামধন্য অদিতি রাও হায়দারি কিন্তু একটি রাজপরিবারের সদস্য। তিনি দুটি রাজ পরিবারের বংশধর। তার মাতামহ জে রামেশ্বর রাও ছিলেন ওয়ানাপার্টি রাজ্যের নেতা এবং তার পিতামহ ছিলেন মুহাম্মদ সালেহ আকবর হায়দারি।

Aditi Rao Hydari

সাগরিকা ঘাটগে (Sagarika Ghatge) :  ‘চাক দে ইন্ডিয়া’ ছবিতে সুন্দরী সাগরিকাকে দেখা মন গলেছিল বহু দর্শকের। তিনি কিন্তু কোলাপুরের রাজপরিবারের সদস্যা। তার বাবা বিজয় সিংহ ঘাটগে কোলাপুরের কাহাল রাজপরিবারের প্রধান উত্তরসূরি। কাজেই ক্রিকেটার জাহির খানের স্ত্রী সাগরিকাকে রাজকন্যা বলতে ক্ষতি নেই।

কিরণ রাও (Kiran Rao) : আমির খানের প্রাক্তনী তিনি।  কিরণ তেলঙ্গানার অভিজাত ওয়ানাপার্থি পরিবারের মেয়ে। তিনি একজন বাস্তবের রাজকুমারী, রাজা জে রামেশ্বর রাওয়ের বংশধর তিনি।

আলিশা খান (Alisha Khan) : এই অভিনেত্রী কিন্তু মহম্মদ নবাব গাজিয়াউদ্দিন খান পরিবারের সদস্য। এই গাজিয়াউদ্দিনের নামেই গাজিয়াবাদ শহরের নামকরণ। কিন্তু অভিনয়ের জগতে পা রাখলেও তার নাম জনপ্রিয় হয়েছে বেশি বিতর্কের মাধ্যমে। এমনকি পেশার অভাবে তাকে রাস্তায় অবধি রাট কাটাতে হয়েছে বলে তিনি স্বীকার করেন।

Leave a Comment