Bengali Serial TRP List: সাধারণত প্রতি বৃহস্পতিবার বাংলা ধারাবাহিকের রেটিং চার্ট আসে। সপ্তাহের এই একটা দিনের জন্যে মুখিয়ে থাকে বাংলা ধারাবাহিক (Bengali Serial) প্রেমী দর্শকরা। তাদের উত্তেজনা যেন আরো দশ গুন্ বেড়ে যায় এটা দেখার জন্যে যে তাদের প্রিয় ধারাবাহিক টিআরপি (Target Rating Point) তালিকার কত নম্বরে রয়েছে!
তবে এই সপ্তাহে একটু হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলবে সূর্য-দীপার অনুরাগীরা! গত সপ্তাহে ১ম স্থান থেকে নয় এক্কেবারে ৫ম স্থান থেকেও ছাটাই হয়েছিল এই ধারাবাহিক! যা এক বড়োসড়ো ধাক্কা দিয়েছিল এই ধারাবাহিক প্রেমীদের! মিশকার সূর্যর জীবনে ফিরে আসা, দীপা-সূর্যর ডিভোর্স, সোনা-রূপার তাদের বাবার থেকে দূরে চলে যাওয়ার ট্র্যাকে আর মজা পাচ্ছে না দর্শক। যার প্রভাব সরাসরি পড়েছিল নম্বরে!
তবে এই সপ্তাহে অর্জুনের প্রবেশ যেন ধারাবাহিকের প্রতি অনুগামীদের আরও মুখিয়ে দিয়েছে, তাই তো ষষ্ঠ স্থান থেকে এই সপ্তাহে এই অনুরাগের ছোঁয়ার আগমন ঘটেছে তৃতীয় স্থানে! কিন্তু সে এক নয়, সঙ্গে রয়েছে গত সপ্তাহের বেঙ্গল টপার কার কাছে কি মনের কথা! ৭.২ নম্বর নিয়ে এই ধারবাহিক নিজের জায়গা করে নিয়েছে তিন নম্বর স্থানে! কিন্তু বেঙ্গল টপার হল কে?
গত সপ্তাহের মতো এই সপ্তাহেও নিজের জায়গা ধরে রেখেছে নিম ফুলের মধু! কিন্তু সে এক নয় , যৌথ ভাবে ৮.১ নম্বর পেয়ে বেঙ্গল টপার হয়েছে জগদ্ধাত্রীও! অন্যদিকে ফুলকি ৭.৬ নম্বর পেয়ে নিয়ে নিয়েছে দ্বিতীয় স্থান! তবে এই সপ্তাহে খুব আশ্চর্যজনকভাবে পঞ্চম স্থান নিয়েছে গীতা এলএলবি!
এবার দেখে নিন সেরা দশ টিআরপির তালিকা-
- নিম ফুলের মধু / জগদ্ধাত্রী ৮.১
- ফুলকি ৭.৬
- অনুরাগের ছোঁয়া / কার কাছে কই ৭.২
- তোমাদের রাণী ৬.৪
- গীতা LLB. – ৬.২
- সন্ধ্যাতারা (৬.১)
- Love বিয়ে আজকাল (৬.০)
- ইচ্ছে পুতুল / রাঙা বউ (৫.৯)
- হরগৌরী পাইস হোটেল (৫.৮)
- জল থই থই ভালোবাসা (৫.৭)
উল্লেখ্য, এদিকে সরিয়ে দেওয়া হল Love বিয়ে আজকালের নায়িকাকেই। রাঙা বউ-এর সঙ্গে টক্করে এই ধারাবাহিক বারবার হারাচ্ছে স্লট। মৌমিতার জায়গায় এসেছেন তৃণা সাহা । ২৭ সে নভেম্বর থেকে মিলির সম্প্রচারের সময় বদলে যাচ্ছে। জল থই থই ভালোবাসা-র কাছে বারবার স্লট হেরে যাওয়া মিলিকে সোজা পাঠিয়ে দেওয়া হয়েছে রাত দশটায়।
Leave a Comment