বাংলা সিরিয়ালের ‘নায়িকা নাম্বার ১’, কত পারিশ্রমিক পান জি বাংলার জগদ্ধাত্রী? জানলে চমকে যাবেন

Saranya

No comments
Zee Bangla Jagaddhatri lead actress Ankita Mallick Fees for acting

জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক ‘জগদ্ধাত্রী’ (Jagaddhatri)। ধারাবাহিকে জগদ্ধাত্রীর চরিত্রে যিনি অভিনয় করছেন তাঁর নাম অঙ্কিতা মল্লিক (Ankita Mallick)। আর ৫টা গল্পের থেকে অনেকটাই আলাদা এটা। এক নারীর দুই রূপ। একদিকে সে গৃহিণী অন্যদিকে সে রণচন্ডিনী। একদিকে সে সংসার সামলায়, অন্যদিকে সে গোয়েন্দা। নারীর এরকম রূপের ধারাবাহিক দর্শকমহলে বেশ প্রশংসা পেয়েছে। টিআরপি তালিকাতেও ধারাবাহিকের নাম জ্বলজ্বল করছে। 

TV9 বাংলার ‘ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ড ২০২৩’ এ টপ ৪ মনোনয়নের তালিকায় জায়গা করে নিয়েছে ‘জগদ্ধাত্রী’ ধারাবাহিকের জ্যাস তথা অভিনেত্রী অঙ্কিতা মল্লিক। তাঁর অভিনয় এতটাই নিঁখুত যে, খুব অল্প  সময়ের মধ্যেই তিনি সকলের মনে জায়গা করে নিয়েছেন। 

Zee Bangla Jagaddhatri Actress Ankita Mallick

ইন্ডাস্ট্রিতে একেবারেই নতুন মুখ। প্রথম ধারাবাহিকেই সে বাজিমাত করেছে। দর্শকদের কাছে সে জনপ্রিয় হয়ে উঠেছে। তাঁর বয়স মাত্র ২১ বছর। এই অল্প বয়সে সে সকলের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। এর আগে অভিনেত্রীকে দেখা গিয়েছে বিজ্ঞাপনের প্রচারে। সেখান থেকেই এই ধারাবাহিকে অভিনয় করা। মাত্র ২১ বছর বয়সে অঙ্কিতার পারিশ্রমিক কত জানেন? জানলে অবাক হবেন। 

এক সংবাদমাধ্যম থেকে জানা যায়, জগদ্ধাত্রী ধারাবাহিক যখন শুরু হয়, তখন পারিশ্রমিক পেতেন ৭০ হাজার টাকা করে, কিন্তু ধারাবাহিক শুরুর মাঝে তাঁর জনপ্রিয়তা আকাশছোঁয়া হয়ে যায়। বর্তমানে তিনি পারিশ্রমিক পান ৯০ হাজার টাকা করে। 

Zee Bangla Jagaddhatri Heroine Ankita Mallick

উল্লেখ্য , অঙ্কিতা একান্নবর্তী পরিবারে বড়ো হয়েছেন। বাবার পরিবার এবং মায়ের পরিবারের কিছু মানুষ এখনো বাংলাদেশে রয়েছে। তাই সে দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী। তাঁর পড়াশোনা শুরু হয়েছে সিঙ্গুর গোলাপ মোহিনী গার্লস হাই স্কুল থেকে। এরপর উচ্চশিক্ষার জন্য কলকাতায় আসেন  । ভর্তি হন আশুতোষ কলেজে।

বর্তমানে বসবাস করেন কলকাতার যাদবপুরে। পড়াশোনার পাশাপাশি মডেলিং করেন। মডেলিং করার সময় বেশ কিছু অডিশন দেন। সেখান থেকেই পরিচালক স্নেহাশিষ চক্রবর্তী নির্বাচন করেন। এরপর পরিচালকই তাঁকে হাতে পিঠে গড়ে নেন। 

Leave a Comment