বাস্তবে কেমন ইচ্ছে পুতুলের রূপ? আড্ডায় সিক্রেট ফাঁস ফাহিমের

Trisha

No comments

জি বাংলার (Zee Bangla) অন্যতম চর্চিত ধারাবাহিক ‘ইচ্ছে পুতুল’ (Icche Putul)। এই ধারাবাহিকটির বেশ চর্চায় থাকে সর্বদা। ধারাবাহিকের গল্প অনেকের কাছেই পুরোনো জনপ্রিয় সিরিয়াল ‘ইচ্ছে নদী’র গল্প বলে মনে হয়। এই ধারাবাহিকে একটি ত্রিকোণ প্রেমের গল্প দেখানো হয়েছে।  বাংলার টপার ‘অনুরাগের ছোঁয়া’কেও টেক্কা দেয়ার দিকে পা বাড়িয়েছে এই ধারাবাহিক।

ধারাবাহিকে  প্রধান চরিত্র মেঘ-ময়ূরী-নীল ছাড়াও গুরুত্ব পেয়েছে এই সিরিয়ালের আরো একাধিক চরিত্র। তালিকায় রয়েছে গিনি-মিনি সহ রূপের (Gini-Mini-Rup) মতো চরিত্ররাও। ধারাবাহিকে গিনি চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী ঐশী ভট্টাচার্য (Aishi Bhattacharya)। আর তার বোন মিনির চরিত্রে দেখা যাচ্ছে দিয়েত্তমা গাঙ্গুলিকে (Diyettama Ganguly)

Ichheputul serial Rup Gini Mini's funny video

ধারাবাহিকে রূপ চরিত্রে অভিনয় করছে ফাহিম মির্জা(Fahim Mirza)। জেক এই ধারাবাহিকে র আগে দর্শকরা দেখে থাকবেন জি বাংলার সুপারহিট সিরিয়াল ‘মিঠাই’তে(Mithai)। তবে এই দুই ধারাবাহিকের চরিত্রের মধ্যে রয়েছে বিস্তর পার্থক্য। মিঠাইয়ের রুদ্র দাদার চরিত্র ঠিক যতটা ভালো ছিল, ইচ্ছে পুতুলের রূপ চরিত্রটি ঠিক ততটাই খারাপ!

সারাক্ষণ ভালো মানুষের মুখোশ পরে ঘুরে বেড়ায় রূপ। গিনির সাথে বিয়ে করলেও একাধিক মেয়ের সাথে সম্পর্ক তার। কিন্তু সম্প্রতি রূপের এই ভালোমানুষির পেছনের মুখোশটা খুলে গেছে গিনির সামনে। কিন্তু দর্শকদের মনে একটাই প্রশ্ন ধারাবাহিকের রূপ কি বাস্তবেও এতটাই চতুর? না। বাস্তবে কিন্তু ঠিক তার উল্টো ছবিই চোখে পরে। সম্প্রতি এক সাক্ষাৎকারে হাজির হয়েছিলেন রূপ-গিনি এবং মিনি।

সেখানে হাজির হয়ে ফাহিম গিনি ও মিনি কে ইশারা করে বললেন, তার এক পাশে শালী আধি ঘরবালি আর একপাশে বউ অর্থাৎ পুরো ঘরবালি দাঁড়িয়ে রয়েছে। এরপর মিনিকে জিজ্ঞেস করা হয়, তার ও ফাতিমের অফস্ক্রিন সম্পর্ক সমন্ধে। তখন সে জানায় ফাহিম নাকি সবসময়ই সেটে এসে লুকিয়ে খাবার খায়। তখনই অভিনেতার কাছে তার ডায়েটের সিক্রেট জানতে চাওয়া হলে অভিনেতা বলেন তিনি খুবই কম পরিমাণে খান আর মিষ্টি জাতীয় খাবার একেবারেই বাদ। প্রসঙ্গত ফাহিম ঐশীর থেকে অনেকটাই লম্বা। তাই শুটিংয়ের সময় রোমান্টিক দৃশ্য করতে গিয়ে তাঁদের নাকি বেশ সমস্যা হয়।

Leave a Comment