বাংলাদেশ যাওয়ারই কাল হল! চরম বিপদে পড়ে কাতর আর্জি গায়িকা ইমন চক্রবর্তীর

Trisha

No comments

দেখতে দেখতে চলে এলো বহু প্রতীক্ষার রোববার! ভারত বনাম অস্ট্রেলিয়া ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল ম্যাচ (World Cup Final)। আমজনতা থেকে শুরু করে অভিনেতা- অভিনেত্রী প্রত্যেকেই প্রচন্ড উৎসাহিত। ঠিক ২০ বছর আগে এরকমই এক ফাইনালের দিন অস্ট্রেলিয়ার থেকে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছিল ভারত। আবার সেই একইরকম পরিস্থিতিতে প্রচন্ড উদ্বিগ্ন গোটা দেশ!

এইরকম সময়েই মহা বিপদের মুখে পড়লেন গায়িকা ইমন চক্রবর্তী (Iman Chkroborty)! বাংলাদেশ (Bangladesh) গিয়ে ফেঁসেছেন বড় বিপদে। ফেসবুকে সকলের কাছে নিজের সমস্যাও জানিয়েছেন। তিনি অনুরাগীদের কাছ থেকে সাহায্য ভিক্ষা চেয়েছেন। কিন্তু ঠিক কী বিপদে পড়েছেন এই গায়িকা?

শোয়ের জন্যে দেশের নানাপ্রান্তে যেতে হয় গায়ক-গায়িকাদের! সম্ভবত এরকমই কোনো শোয়ের জন্যে তাকে বাংলাদেশে যেতে হয়েছে। তাই বিশ্বকাপের ফাইনাল দেখার একমাত্র তার উপায় মুঠোফোন। কিন্তু মুঠোফোনে যে অ্যাপের মাধ্যমে লাইভ ক্রিকেট খেলা দেখা যায়, সেই অ্যাপটি সেখানে অচল। এই নিয়ে রীতিমতো চিন্তিত রবি গায়িকা।

ফেসবুকে এই গায়িকা লিখেছেন, ‘ঢাকায় আছি। কিন্তু এখানে হটস্টার চলছে না। আমি কী করে বিশ্বকাপ দেখব। কেউ দয়া করে সাজেশন দিন? ‘ এরই সঙ্গে তিনি জানিয়েছেন, বাংলাদেশে যে অ্যাপে ক্রিকেট ম্যাচ লাইভ দেখা যায় তার নাম ভুলে গিয়েছেন তিনি। তার বিপদের কথা শুনে ওপর বাংলার লোকজন একেবারে ঝাঁপিয়ে পড়েছেন। সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন অনেকেই।

এর আগে সেমিফাইনাল ম্যাচে টলিপাড়ার অনেকেই ইডেনে ভিড় জমিয়েছিলেন, কিন্তু সেখানে উপস্থিত ছিলেন না জাতীয় পুরস্কারপ্রাপ্ত গায়িকা ইমন। কিন্তু তিনি নিঃসন্দেহে ফাইনাল ম্যাচটি মিস করতে চাইছেন না। এরমধ্যেই বউদের অনেকেই পৌঁছে গেছেন আমেদাবাদে, সবার একটাই আশা এবার হয়তো ২০০৩ এর না পূরণ হওয়া সাধটা পূরণ করতে পারবে ভারত!

Leave a Comment