লোকাল লাইনে চলবে বন্দে ভারত, হাওড়া-শিয়ালদাহ ডিভিশনেই ৪টি! পুজোর আগেই বড় আপডেট দিল ভারতীয় রেল

Trisha

No comments
Indian Railway plans to run Howrah To Sealdah New Vande Bharat Express

ভারতীয় রেলের (Indian Railway) অত্যাধুনিক ট্রেনের মধ্যে বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express) অন্যতম। শুরু থেকেই ব্যাপক চর্চায় রয়েছে এই হাই স্পিড এক্সপ্রেস ট্রেন। পশ্চিমবঙ্গে ইতিমধ্যেই দুটি বন্দে ভারত এক্সপ্রেস চালানো হচ্ছে। একটি হাওড়া থেকে দার্জিলিং, অন্যটি হাওড়া থেকে পুরী। তবে এবার যাত্রীদের জন্য দারুন সুখবর শোনা গেল, আরও এক ঝাঁক বন্দে ভারত এক্সপ্রেস আসছে বঙ্গবাসীর জন্য।

আমাদের দেশের জনসংখ্যার একটা বড়ো অংশ যাতায়াতের জন্যে ট্রেন ব্যবহার করে থাকেন। তাদের কথা মাথায় রেখেই ভারতীয় রেল নিজেদের পরিষেবাকে আরো ভালো করার কাজে সবসময়েই যুক্ত থাকে। তাই পশ্চিমবঙ্গের (West Bengal) মানুষদের জন্য দারুণ সুখবর বয়ে আনল কেন্দ্রীয় রেলমন্ত্রক। সবকিছু ঠিকঠাক থাকলে ৪টি নতুন ট্রেন পেতে চলেছে এই রাজ্য। কী ট্রেন জেনে নিন এই প্রতিবেদনে।

Vande Bharat Express

আগে থেকেই হাওড়া-নিউ জলপাইগুড়ি, নিউ জলপাইগুড়ি-গুয়াহাটি ও হাওড়া-পুরীর মধ্যে বন্দে ভারত ট্রেন চলছে । কিন্তু এবার, এই রুট গুলিতে ট্রেন চালিয়ে সাফল্য পাওয়ার পর বাংলাকে একাধিক বন্দে ভারত মেট্রো ট্রেন উপহার দিতে উদ্যোগী হয়েছে রেল (Indian Railways)। বেশ কয়েকটি জনপ্রিয় রুটে খুব শীঘ্রই চলতে শুরু করবে বন্দে ভারত মেট্রোর।

ট্রেনের ৰূট নিয়ে মানুষের কৌতূহলের অন্ত নেই। তবে এই অপেক্ষার দিন হয়তো শেষ হতে চলেছে। মানুষ বন্দে ভারত ট্রেনের ডিজাইন, গতি এবং পরিষেবার প্রশংসা করছে এবং প্রতিটি রাজ্যে এটি চালানোর দাবি জোরালো হচ্ছে। কেন্দ্রীয় সরকার ইতিমধ্যে বন্দে ভারতের আদলে বন্দে মেট্রো ট্রেন চালু করার কথা ঘোষণা করেছে।

সংশ্লিষ্ট মহলের তরফে দাবি করা হচ্ছে যে পূর্ব রেলের অধীনে প্রাথমিকভাবে যে পাঁচটি বন্দে ভারত মেট্রো চালানোর বিষয়ে ভাবনাচিন্তা করা হচ্ছে, তার মধ্যে চারটি পশ্চিমবঙ্গের কোনও স্টেশন থেকে চলবে। দুটি বন্দে মেট্রো পশ্চিমবঙ্গের দুটি স্টেশনের মধ্যে চলবে। বাকি দুটি বন্দে মেট্রো পশ্চিমবঙ্গের স্টেশন থেকে ছেড়ে পড়শি রাজ্যে যাবে।প্রাথমিকভাবে আজিমগঞ্জ-হাওড়া, ভাগলপুর-হাওড়া, শিয়ালদা-লালগোলা, মালদা টাউন-জামালপুর, ভাগলপুর-দেওঘর বন্দে মেট্রো। এই রুটগুলিতে বন্দে মেট্রো ট্রেন চালানোর বিষয়ে ভাবনাচিন্তা করা হচ্ছে।

Leave a Comment