বাংলা টেলিভিশন (Bengali Television) ইন্ডাস্ট্রিতে অনেক ধারাবাহিক দেখতে পাওয়া যায়। প্রত্যেকটি ধারাবাহিকে রয়েছে অজস্র শিশু অভিনেতা (Child Actor)। এই শিশু অভিনেতাদের দেখে মানুষ বেশ আনন্দই পায়। অনেক শিশু অভিনেতা রয়েছে যারা শুধুমাত্র মুখ্য ভূমিকায় অভিনয় করছেন, আবার অনেক শিশু অভিনেতা রয়েছেন যারা পার্শ্ব চরিত্রে অভিনয় করছেন। একটা মুখ্য চরিত্রের অভিনেতা তাঁর অল্প বয়স থেকেই যখন সবার কাছে প্রশংসা পায়, তা খুবই আনন্দদায়ক।
২০২৩ সালের ১৩ মার্চ স্টার জলসায় (Star Jalsha) সম্প্রচার শুরু করেছিল ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’ (Kamala O Sreeman Prithwiraj)। কমলাকে কেন্দ্র করেই গল্প। সেই চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী অয়ন্যা চ্যাটার্জী (Ayanna Chatterjee) পৃথ্বীরাজের চরিত্রে অভিনয় করেছিলে সুকৃত সাহা (Sukrit Saha)। ব্রিটিশ আমলের গল্পে অভিনয় করে এই খুদে দুই অভিনেতা-অভিনেত্রী হয়ে উঠেছেন দর্শকদের নয়নের মনি। কিন্তু এই খুদেদের পারিশ্রমিক কত জানলে আপনার চক্ষু চোরকে গাছ হয়ে যাওয়ার জোগাড়!
কিন্তু আগামী ১৯ নভেম্বর শেষবার সম্প্রচার হবে ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’-এর। সকলেরই মন খারাপ , কিন্তু যার শুরু আছে তার শেষও আছে এইভাবেই এগিয়ে চলেছে সবাই। এই ধারাবাহিকেরও অন্যান্য ধারাবাহিকের মতো প্রথম দিকে টিআরপি ভালো থাকলেও পরর্বতীতে তা তলানিতে গিয়ে ঠেকে! শোনা গেছে এই ধারাবাহিকের জায়গায় শুরু হবে নতুন ধারাবাহিক গীতা এলএল.বি।
তবে একটা ধারাবাহিক শেষ হলে কেবল অভিনেতারা না, আরও ১০০জন কলাকুশলীরা কাজ হারায় কিছুদিনের জন্য। ইটা খানিক সমস্যার বিষয় অবশ্যই! এদিকে ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’ এত তাড়াতাড়ি শেষ হয়ে যাওয়ায় মনখারাপ সুকৃত এবং অয়ন্যার অনুরাগীদের। ইটা সুকৃতের প্রথম ধারাবাহিক নয়, ক্লাস ১২ পড়ুয়া সুকৃত এর আগে শ্রীকান্ত ওয়েব সিরিজে অভিনয় করে দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন।
বড়পর্দার ‘মিনি’ থেকে ছোটপর্দার ‘করুণাময়ী রানি রাসমণি’র পর কমলা চরিত্রে দর্শকদের মন কুড়াতে ব্যস্ত ১০ বছরের অয়ন্যা। জানা যায় ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’ ধারাবাহিক করার জন্যে সুকৃত এবং অয়ন্যা দুজনেই ৬০ হাজার টাকা করে পারিশ্রমিক পেয়ে থাকেন।
Leave a Comment