কেউ লাখ তো কেউ নেয় কোটি! রইল জনপ্রিয় গায়কদের স্টেজ শোয়ের পারিশ্রমিকের তালিকা

Nandini

No comments
List of How much your fabourite singers earn in lakhs or crores

How much your favorites Singer earns from a single convert: বিনোদন মানে সিরিয়াল কিংবা সিনেমা ঠিকই, কিন্তু এর কোনোটাই গান (Song) ছাড়া সম্পূর্ণ হয় না। সিনেমা তো বটেই সিরিয়ালেও একটা ভালো গানের ট্র্যাক না থাকলে কেমন ফ্যাকাশে লাগে! তাই গান যেমন গুরুত্বপূর্ণ তেমনি গুরুত্ব রয়েছে ইন্ডাস্ট্রির গায়ক-গায়িকাদেরও (Play back Singers)। অরিজিৎ সিং থেকে শ্রেয়া ঘোষাল গানের দৌলতেই আজ বিশ্বজোড়া খ্যাতি এই তারকাদের।

তবে শুধুই পর্দার জন্য নয়, বরং বহুক্ষেত্রে স্টেজ শো করতে দেখা যায় এই গায়ক-গায়িকাদে। এর জন্য মোটা  থাকেন তাঁরা। আজ আপনাদের জন্য এমনই কিছু বিখ্যাত সংগীত শিল্পীদের লাইভ স্টেজ পারফর্মেন্সের জন্য নেওয়া পারিশ্রমিক সম্পর্কে জানাবো। যেটা জানলে আপনারা অবাক হতে বাধ্য।

Badshah

বাদশা (Badshah) : রিমিক্সের দুনিয়ায় বেশ পরিচিত একটি নাম বাদশা। একাধিক পুরোনো গানের নতুন ভার্সন কিংবা নিজস্ব বেশ কিছু গানের দৌলতে বেশ জনপ্রিয় তিনি। তবে জানলে অবাক হবেন, কোনো স্টেজে লাইভ পারফর্মেন্স বা গান গাওয়ার জন্য প্রায় ৪০ লক্ষ টাকা চার্জ করেন বাদশা।

Suniti Chauhan

সুনীতি চৌহান (Suniti Chauhan) : যেমন সুন্দরী তেমন গানের গলা, সুনীতি চৌহানকে চেনে না বা তাঁর গান শোনেনি এমন মানুষ হয়তো নেই! বিখ্যাত এই গায়িকাও একটি লাইভ পারফর্মেন্সের জন্য ৪০ লক্ষ টাকা পারিশ্রমিক নেন।

Mohit Chauhan

মোহিত চৌহান (Mohit Chauhan) : বর্তমান জেনারেশনের মনে পাকাপাকি জায়গা করে নিয়েছেন মোহিত চৌহান। তুম সে হয় থেকে কুন ফায়া কুন গানের জন্য বিখ্যাত এই গায়কও ৪০ লক্ষ টাকা চার্জ করেন একটি লাইভ পারফর্মেন্সের জন্য।

Shreya Ghoshal

শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal) : বাংলার গর্ব শ্রেয়া ঘোষাল রূপে লক্ষী গুণে সরস্বতী। বাংলা তো বটেই হিন্দি সহ একাধিক ভাষায় গান গিয়েই বিশ্ব জয় করেছেন তিনি। ছবিতে একটি গানের জন্য ২০-৩০ লক্ষ টাকা পর্যন্ত পারিশ্রমিক নিয়ে থাকেন গায়িকা। তবে এটাই বেড়ে ১ কোটি পর্যন্ত চলে যায় লাইভ স্টেজ পারফর্মেন্সের ক্ষেত্রে।

Arijit Singh fees for live stage performance

অরিজিৎ সিং (Arijit Singh) : ছোট থেকে বড় সবার পরিচিত, বাংলার গর্ব অরিজিৎ সিং। যেমন দুর্ধর্ষ গানের গলা তেমনি অমায়িক ব্যবহার। মন্ত্রমুগ্ধ করে দেয় অরিজিতের প্রতিটা গান। আর পাঁচ জন শিল্পীদের তুলনায় সর্বদাই চাহিদা তুঙ্গে থাকে অরিজিতের। তাই একটি স্টেজ শোয়ের জন্য প্রায় ১.৫ কোটি টাকা পারিশ্রমিক নেন অরিজিৎ সিং।

AR Rahman

এ আর রহমান (A.R. Rahman) : জাতীয় পুরস্কার প্রাপ্ত গায়ক এ আর রহমান। দুর্দান্ত সমস্ত গান তৈরী করেছেন তিনি, যা বারে বারে মুগধ করেছে ভারতীয় তথা সমগ্র বিশ্ববাসীকে। তবে জানলে অবাক হবেন, সমস্ত গায়কদের তুলনায় বেশ খরচসাপেক্ষ তিনি। একটি কনসার্টে গাওয়ার জন্য ১.৫ কোটি টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন এ আর রহমান।

Leave a Comment