Uttam Kumar death anniversary Mahanayak Sonman 2023: ২৪ জুলাই, সোমবার মহানায়ক উত্তম কুমারের প্রয়াণ দিবস।মহানায়ক উত্তমকুমারের ৪৩তম মৃত্যুবার্ষিকীতে বাংলা চলচ্চিত্রে বিশেষ অবদানের জন্য ‘মহানায়ক সম্মান’ (Mahanayak Samman) প্রদান অনুষ্ঠান আয়োজন করেন সরকার। প্রতি বছরের মতো এই বছরও উপস্থিত ছিলেন এক ঝাঁক তারকা! উপস্থিত ছিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, অঙ্কুশ হাজরা, অনিবার্ণ ভট্টাচার্য, সোহিনী সরকার, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, কোয়েল মল্লিক, হরনাথ চক্রবর্তী।
এর আগেও টলিউডের একাধিক তারকা ‘মহানায়ক’ এবং ‘মহানায়িকা’ সম্মানে ভূষিত হয়েছেন। সেই তালিকায় নাম রয়েছে দেব, ঋতুপর্ণা সেনগুপ্ত, নুসরত জাহান, সোহম চক্রবর্তীর মতো তারকাদের। এবার কারা পেলেন এই পুরস্কার?এদিন চার নায়িকা ও এক নায়ককে ‘মহানায়ক’ সম্মান দেওয়া হয়।এই অনুষ্ঠানের মঞ্চ সাজানো হয়েছিল উত্তম কুমারের ছবি দিয়ে। তাঁর ছবিতে মাল্যদান করে, শ্রদ্ধাজ্ঞাপন করে শুরু হয় এই অনুষ্ঠান।
এই বছর এই সম্মানে ভূষিত হয়েছেন কোয়েল, শুভশ্রী, শ্রাবন্তী, অঙ্কুশ। শুধু তাই নয়, এখন অভিনয় জগতে দেখা না গেলেও ‘মহানায়ক’ সম্মান পেয়েছেন সায়ন্তিকাও। তবে চলতি বছরে এই প্রথম বিশেষ চলচ্চিত্র সম্মান দেওয়া হয় অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য ও অভিনেত্রী সোহিনী সরকারকে। শুধু নয় বিশেষ চলচ্চিত্র সম্মানে ভূষিত হয়েছেন খ্যাতনামা পরিচালক হরনাথ চক্রবর্তীও।
এই দিকে নেটদুনিয়ায় ‘মহানায়ক সম্মান’ (Mahanayak Samman) নিয়ে ক্ষোভে ফেটে পড়েছেন নেটিজেনরা! তাদের মতে প্রাপ্যদের তাদের মর্যাদা থেকে বঞ্চিত করা হচ্ছে। অঙ্কুশকে উল্লেখ করে একজন লেখেন, “আমি তোমায় অসম্মান করতে চাই না ,কিন্তু মহানায়ক ব্যাপারটা কে একটা হাস্যকর বিষয় বানিয়ে দিচ্ছেন আমাদের মাননীয়া মুখ্যমন্ত্রী , মহানায়ক মানুষ বানায় তার জন্য পুরস্কার লাগে না। কিন্তু ওই উপাধি টার মর্যাদাটা দিন দিন হারিয়ে যাচ্ছে।” অনেকে এও বলেছেন শুভশ্রী, শ্রাবন্তী কী এমন ছবি করেছেন যে তাঁদের ‘মহানায়ক’ সম্মান দেওয়া হল? এইবার প্রথম নয় গতবছর “নুসরত”এর মহানায়ক সম্মান পাওয়া নিয়েও তার করা সিনেমার নাম তুলে প্রশ্ন ছুড়েছিলেন নেটিজেনরা!
যদিও সবাই এই পুরস্কার পেয়ে বিগলিত হলেও অঙ্কুশের বক্তব্য ছিল একটু অন্যরকম। তিনি বলেন, “পুরস্কার অনুপ্রেরণা যোগায়। তাই গ্রহণ করলাম । প্রচুর পরিশ্রম বাকি নিজেকে এই পুরস্কারের যোগ্য করে তোলার জন্যে।” তিনি যোগ করেন, ” আপাতত আমার মত একজন সামান্য “নায়ক” কে সরকারের তরফ থেকে এই “মহানায়ক” সম্মান টি দেওয়ার জন্য ধন্যবাদ। নজরের সামনে সাজিয়ে রেখে দেব যাতে রোজ চোখ পড়লেই নিজেকে বলি “ভাগ্যবান দয়া করে ভগবান বানিয়েছেন .. যোগ্যতা পরিশ্রম করে নিজে অর্জন কর।” যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, সকলকে সম্মান দেওয়া হয়েছে। কাউকে বাদ দেওয়া হয়নি।
Leave a Comment