রূপ-ময়ূরীকে বুড়ো আঙুল দেখিয়ে কাছাকাছি মেঘ-নীল! টিভির আগেই ফাঁস ‘ইচ্ছে পুতুল’র ধামাকা পর্ব

Trisha

No comments

জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক ‘ইচ্ছে পুতুল’(Icche Putul)-এ এখন চলছে ধুন্ধুমার পর্ব। মেঘ (Megh) নীল আর ময়ূরীর এক ত্রিকোণ প্রেমের সম্পর্ক নিয়ে এই ধারাবাহিক শুরু হয়েছিল। ত্রিকোণ প্রেমের প্রতি বাঙালির আকর্ষণ বরাবরের। তাই দুই বোনের এক পুরুষ মানুষকে নিয়ে টানাটানি দেখতে বেশ আনন্দই পাচ্ছেন দর্শকরা। এখানে নায়িকা চরিত্রে অভিনয় করছেন তিতিক্ষা দাস (Titiksha Das), এবং নায়ক হিসেবে মৈনাক ব্যানার্জী। খলনায়িকা চরিত্রে দেখা যাচ্ছে শ্বেতা মিশ্রকে।

যারা এই ধারাবাহিকের নিত্যদিনের দর্শক তারা জানেন বহুদিন থেকেই একে অপরের থেকে অনেক দূরে সরে গিয়েছে ধারাবাহিকের মেঘ-নীল। তাদের এই বিচ্ছেদের পিছনে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে মেঘের দিদি ময়ূরী। কিন্তু বর্তমানে ময়ূরীর আসল রূপ সবার সামনে প্রকাশ পায়। আর তারপর থেকেই মেঘকে ফিরে পাওয়ার চেষ্টা করছে নীল এবং তার পরিবার।

icche putul serial megh stand for her decision

ধারাবাহিকের এই দিনের এপিসোডে দেখা যায় নীলের ঠাম্মি মন্ডপে এসে বেশ অসুস্থ হয়ে পড়ে। এরপর মীনাক্ষী তাকে বাড়ি নিয়ে গিয়ে তার প্রেসার মেপে জানায় এই অবস্থায় তার আবার মন্ডপে যাওয়া একেবারেই ঠিক না। কিন্তু সন্ধ্যাবেলা মেঘ গান গাইতে আসবে,তাই তাকে দেখার জন্য ঠাম্মির মন উতলা হয়ে ওঠে।

অন্যদিকে মেঘ তার বাবাকে বলে ধূপধুনোতে তার শ্বাসকষ্ট হয়, তাই যেন তার ব্যাপী তার সঙ্গে মণ্ডপে না যায়। এইবার সে সম্পূর্ণ প্রস্তুত। কেউ আর তার কোনো ক্ষতি করতে পারবে না। এরপর মেঘ নীলদের পাড়ায় গিয়ে খানিক স্মৃতিচারণ করে তার প্রথমদিন বিয়ে হয়ে আসার কথা মনে করতে থাকে। নীল ও তার মধ্যে অন্তরঙ্গ মুহূর্তের কথাও মনে পড়তে থাকে তার। এরপর পাড়ায় একটি ছেলে তাকে অঞ্জলি দেবার জন্য ফুল দিতে এলেই মেঘের দিবা স্বপ্ন ভেঙ্গে যায়। ঠিক তখনই মেঘের পিছনে এসে দাঁড়ায় নীল।

 

Leave a Comment