জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় সিরিয়ালের মধ্যে অন্যতম “মিঠাই” (Mithai)। সিরিয়ালে সিদ্ধার্থ চরিত্রে রয়েছেন অভিনেতা আদৃত রায় (Adrit Roy)। আর সিদ্ধার্থের ছেলের চরিত্রে অভিনয় করছে খুদে শিল্পী ধৃতিষ্মান চক্রবর্তী (Dhritishman Chakraborty)। যদিও শীঘ্রই শেষ হতে চলেছে মিঠাই সিরিয়াল, তবে তার মাঝেই মন ভালো করে দেওয়ার মত এক ভিডিও প্রকাশ্যে এল।
যারা মিঠাইয়ের দর্শক তারা সকলেই জানেন আদৃত যেমন ভালো অভিনেতা তেমনি একজন ভালো গায়ক। সিরিয়ালের সেটে কিংবা অফস্ক্রিনে বহুবার আদৃতের গানের ভিডিও ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়াতে। অন্যদিকে আদৃতের অনস্ক্রিন ছেলে শাক্য তথা ধৃতিষ্মানও কিন্তু বেশ ভালো গান করে।
যেমন অভিনয় তেমনি গানের দক্ষতা, সাথে পাঁচ বছর বয়সেই সাত সাতটি ভাষায় গান গাওয়ার রেকর্ড রয়েছে ধৃতিষ্মানের। অর্থাৎ বাবা ছেলে দুজনেই কিন্তু সমান প্রতিভাবান। সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে একটি গানের ভিডিও বেশ ভাইরাল হয়ে পড়েছে। যেখানে দেখা যাচ্ছে, বাবা-ছেলে জুটি ‘কিসকা হে ইয়ে তুমকো ইন্তেজার ম্যায় হু না’ গান গাইছে।
আদৃত-ধৃতিষ্মানের গলায় এই গান কিন্তু বেশ লেগেছে নেটিজেনদের। ঝড়ের বেগে লাইক কম্মেন্ট শেয়ার হয়ে তুমুল ভাইরাল এই ভিডিও। দুজনের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন সকলেই। ভিডিওর নিচে কেউ লিখেছেন, ‘দুজনের একসাথে গান শোনার জন্য কবে থেকে বসেছিলাম অনেক দিনের ইচ্ছে আজকে পূর্ণ হল’।
আবার কারোর মতে, তোমরা এভাবেই এগিয়ে যাও, গানের জন্য অনেক শুভেচ্ছা রইল। এমনই অজস্র কমেন্টে ভরে গিয়েছে কমেন্টবক্স। স্বাভাবিকভাবেই নেটিজেনদের থেকে এত প্রশংসা পেয়ে আপ্লুত আদৃত ও ধৃতিষ্মান। অবশ্য এর আগেও মিঠাই সিরিয়ালে রবীন্দ্রনাথের জন্মদিন পালনের পর্বে দুজনকে একসাথে গান গাইতে দেখা গিয়েছিল।
এদিকে, প্রায় তিন বছর ধরে দর্শকদের মন জয় করার পর এবার শেষের পথে মিঠাই। ইতিমধ্যেই মনোহরা ভাঙা পড়ছে। সেই খবর প্রকাশ্যে আসতে মন খরাপ হয়েছিল সকল ভক্তদের। তাছাড়া মিঠাই অভিনেত্রী সৌমিতৃষাও নিজেই পোস্ট করে জানিয়েছেন আগামী ৩০ ও ৩১শে মে শেষ শুটিং হবে। তবে কবে শেষ সম্প্রচার সেই সম্পর্কে এখনো কোনো আপডেট পাওয়া যায়নি।
Leave a Comment