Mukesh Ambani Salary : তাকে চেনেনা এমন মানুষ পৃথিবীতে নেই। তিনি পৃথিবীর অন্যতম ধনী ব্যক্তি মুকেশ আম্বানি(Mukesh Ambani)। তার মতো টাকা হয়তো সারা পৃথিবী খুঁজলে খুব কম মানুষের কাছে পাওয়া যাবে। কিন্তু আমাদের মতো সাধারণ মানুষেরা সবকিছুকে একটা সংখ্যায় দাঁড় করতে পছন্দ করি। তাই সবসময়ই জানতে ইচ্ছে করে যে তার ধনসম্পদের পরিমাণ ঠিক কত (Mukesh Ambani Net Worth)?
মুকেশ আম্বানির ব্যবহারের জন্যে তিনি মাঝে মধ্যেই শিরোনামে আসেন। তিনি শুধুমাত্র একজন ধনী ব্যক্তি নন, তিনি একজন বড়ো মনের মানুষ! তার মতো মন অনেক কম মানুষের পাওয়া যায়। তিনি তিন বছর রিলায়্যান্স গোষ্ঠী (Reliance Industries) থেকে কোনো বেতন নেননি? এই প্রতিবেদনে রইলো তার বেতন না নেওয়ার কারণ।
১৯৭৭ সাল থেকে রিলায়েন্স গোষ্ঠীর ‘বোর্ড অফ ডিরেক্টরস’-এ ছিলেন ধীরুভাই আম্বানী (Dhirubhai Ambani)। কিন্তু ২০০২ সালে তার মৃত্যুর পর মুকেশ আম্বানি এই গোষ্ঠীর চেয়ারম্যান হন এবং ২০২৯ সাল পর্যন্ত রিলায়্যান্সের চেয়ারম্যান থাকবেন তিনি। এই সময়ের মধ্যে, তিনি গোষ্ঠী থেকে বার্ষিক বেতন বাবদ এক টাকাও না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ২০০৮ -’০৯ থেকে ২০১৯ -’২০ অর্থবর্ষ পর্যন্ত বার্ষিক বেতন হিসাবে রিলায়েন্স গোষ্ঠীর কাছ থেকে ১৫ কোটি টাকা করে নিতেন মুকেশ। কিন্তু জানা গেছে , ২০২০-২১ অর্থবর্ষ থেকে তিনি আর এক টাকাও বেতন নেননি! শেষ তিন বছর ধরে মুকেশ কোনও বেতন বা ভাতা, কমিশন বা অন্য কোনও সুবিধা সংস্থা থেকে নিচ্ছেন না।
প্রতিবেদন অনুযায়ী, কোভিড অতিমারির কারণে ২০২০-’২১ অর্থবর্ষে স্বেচ্ছায় বেতন না নেওয়ার সিদ্ধান্ত নেন। আসলে কোভিডের কারণে অন্যান্য সব ছোট-বড় ব্যবসা বা সংস্থার যে ক্ষতির মধ্যে দিয়ে গিয়েছিল তার সম্মুখীন হতে হয়েছিল রিলায়েন্সকেও। তাই মুকেশের সিদ্ধান্ত, যত দিন না রিলায়্যান্স গোষ্ঠী কোভিড অতিমারির সময় তৈরি হওয়া ঘাটতি পূরণ করতে পারবে, তত দিন তিনি সংস্থার থেকে বেতন বাবদ এক টাকাও নেবেন না। একটি ব্যবসায়িক পত্রিকার প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে মুকেশের মোট সম্পত্তির পরিমাণ ৭ লক্ষ ৩৫ হাজার ৮৮০ কোটি টাকা। বেতন না নেওয়ায় এই অর্থভান্ডারে কোনও প্রভাব পড়েনি আর পড়বেও না।
Leave a Comment