২০২২ সালে ষ্টার জলসায় (Star Jalsha) শুরু হয় বাংলা মিডিয়াম (Bangla Medium)। টিআরপির দিক থেকে বিচার করলে কখনোই প্রথম দিকে না থাকলেও দর্শকদের থেকে ভালোই সাড়া পেয়েছিলো এই ধারাবাহিকটি। এই ধারাবাহিকের মধ্যে দিয়ে দীর্ঘ ৩ বছর পর ছোট পর্দায় কামব্যাক ঘটেছিলো সম্পূর্ণা লাহিড়ী (Sampurna Lahiri)। কিন্তু সম্প্রতি তিনি সিরিয়ালটি থেকে ব্যাড পড়েন এবং আগমন ঘটে সুহানার (Suhana) চরিত্রে মিষ্টি সিং (Misty Singh)।
শুধু সম্পূর্ণ নন, ধারাবাহিকের পরিচালক সমেত অনেক কলাকূশলীরাও একে একে ধারাবাহিকটি থেকে বেরিয়ে পড়েছেন। কিন্তু এর পেছনে কারণ কি? শোনা যাচ্ছে টেন্ট সিনেমা প্রোডাকশনের (Tent Cinema Production) সঙ্গে ৯ বছর ধরে যুক্ত পীযুষ ঘোষ (Pijush Ghosh) এবার এই প্রোডাকশন ছেড়ে অন্য প্রোডাকশনের সাথে যুক্ত হলেন। সাথে নিয়ে গেলেন বেশকিছু অভিনেতা ও অভিনেত্রীদের।
ষ্টার জলসা ছেড়ে এবার তিনি গেলেন জী বাংলায়(Zee Bangla)। ক্রিস্টাল প্রোডাকশনের (Crystal Production) তরফে জী বাংলায় আস্তে চলেছে এক ধারাবাহিক, নাম ‘মিলি'(Mili)। ধারাবাহিকের গল্প এই মিলির সঙ্গে রাহুল বলে একজনের বিয়ে হবে। রাহুলকে বিয়ে করার জন্য বহুদিন অপেক্ষায় ছিল মিলি। কিন্তু রাহুলের মিলির প্রতি নয়, গয়নার প্রতি বেশি আগ্রহ।
মিলির বিয়ের মণ্ডপে বন্দুক হাতে আগমন ঘটে এক অচেনা ব্যক্তির, সে সোজা মণ্ডপ থেকে অজ্ঞান মিলিকে তুলে নিয়ে চলে যায় এবং মিলির জ্ঞান ফিরলে তাকে বলে সে তাকে সর্বনাশের থেকে বাঁচিয়েছে। এবার এটাই দেখার এই অচেনা ব্যক্তির আগমন ও মিলিকে মণ্ডপ থেকে তুলে নিয়ে যাওয়ার মধ্যে কি রহস্য লুকিয়ে রয়েছে।
এদিকে ষ্টার জলসা থেকে জী বাংলায় একের পর এক কলাকুশলীরা চলে যাচ্ছেন। বাংলা মিডিয়াম থেকে এমনকি ‘মিলি’ ধারাবাহিকের নায়িকা খেয়ালি মন্ডলকেও স্টার জলসা জি বাংলায় নিয়েছে। ‘বাংলা মিডিয়াম’এর বহু তারকাকে আমরা এবার দেখতে পাব জি বাংলার পর্দায় এই ‘মিলি’ ধারাবাহিকে।
Leave a Comment