বলিউডে এমন বহু অভিনেতা-অভিনেত্রী (Bollywood celebs) রয়েছেন যারা ইন্ডাস্ট্রির বাইরে থেকে এসে নিজেদের দমে সফল হয়েছেন। তবে এই তারকাদের মধ্যে অনেকের মা-বাবাই কিন্তু এখনও সাধারণ মানুষের মতোই জীবনযাপন করেন। সন্তানরা সুপারস্টার হলেও তাঁদের ব্যবহার বা জীবনযাপনে পরিবর্তন আসেনি বিন্দুমাত্র। আজকে এমনই ৮ বলি তারকার নাম তুলে ধরা হল।
মনোজ বাজপেয়ী (Manoj Bajpayee): বলিউডের অন্যতম প্রতিভাবান অভিনেতা হলেন মনোজ বাজপেয়ী। ‘দ্য ফ্যামিলি ম্যান’ ওয়েব সিরিজে শ্রীয়ের চরিত্রে অভিনয় করে আদায় করেছিলেন বিপুল জনপ্রিয়তা। তবে ওনার পিতা রাধাকান্ত বাজপেয়ী শেষ জীবন পর্যন্ত নিজের গ্রামে থেকে অত্যন্ত সাধারণ জীবন কাটিয়েছেন।
পঙ্কজ ত্রিপাঠী (Pankaj Tripathi): একাধিক সুপারহিট সিনেমা এবং ওয়েব সিরিজে অভিনয় করে বিপুল জনপ্রিয়তা আদায় করেছেন পঙ্কজ। অভিনেতার জন্ম বিহারের একটি ছোট্ট গ্রামে, পিতা বেনারস ত্রিপাঠী পেশায় একজন কৃষক। ছেলে এত বড় সুপারস্টার হয়ে যাওয়ার পরও কিন্তু তাঁর জীবনে একটুও পরিবর্তন আসেনি।
অনুষ্কা শর্মা (Anushka Sharma): বলিউডের টপ অভিনেত্রীদের মধ্যে একজন হলেন অনুষ্কা শর্মা। কাজ করেছেন বহু সুপারহিট সিনেমায়। অনুষ্কার পিতার নাম হল অজয় কুমার শর্মা। তিনি একজন রিটায়ার্ড আর্মি অফিসার। তিনি এখনও আগের মতোই জীবন কাটান।
আর মাধবন (R Madhavan): বলিউড অভিনেতা আর মাধবন ইন্ডাস্ট্রির অন্যতম নামী অভিনেতাদের মধ্যে একজন। কাজ করেছেন বহু হিট সিনেমায়। তাঁর পিতা রঙ্গানাথ শেষাদ্রী টাটা স্টিল কোম্পানিতে চাকরি করতেন। এখনও সাধারণভাবেই জীবন কাটান তিনি।
বিপাশা বসু (Bipasha Basu): বঙ্গ তনয়া বিপাশার পিতার নাম হীরা বসু। পেশায় তিনি একজন সিভিল ইঞ্জিনিয়ার। এখনও তিনি সাধারণভাবেই জীবন কাটাতে পছন্দ করেন।
আয়ুষ্মান খুরানা (Ayushmann Khurrana): বলিউডের নামী অভিনেতা আয়ুষ্মানের পিতার নাম হল পি খুরানা। পেশায় উনি একজন নামী জ্যোতিষী। তবে ছেলে এখন বলিউডের এত বড় অভিনেতা হয়ে যাওয়া সত্ত্বেও কিন্তু তাঁর জীবনে একটুও পরিবর্তন আসেনি।
সিদ্ধার্থ মলহোত্রা (Sidharth Malhotra): ইন্ডাস্ট্রিতে আজ নিজের দমে সফল সিদ্ধার্থ। তবে তা সত্ত্বেও সিদ্ধার্থের পিতা সুনীল মলহোত্রা কিন্তু এখনও আগের মতোই জীবনযাপন করেন। জানিয়ে রাখি, সিদ্ধার্থের পিতা পেশায় মার্চেন্ট নেভির প্রাক্তন ক্যাপ্টেন ছিলেন।
কার্তিক আরিয়ান (Kartik Aaryan): তালিকার সর্বশেষ নামটি হল ‘ভুল ভুলাইয়া ২’ খ্যাত অভিনেতা কার্তিক আরিয়ানের মা-বাবার। একের পর এক সুপারহিট সিনেমায় অভিনয় করা কার্তিকের মা-বাবা দু’জনেই চিকিৎসক। এখনও অভিনেতার মা-বাবা দু’জনেই গোয়ালিয়রে নিজেদের পুরনো বাড়িতে থাকেন।
Leave a Comment