পাঞ্জাবী(Panjabi) রীতি ও রেওয়াজ মেনে চার মাসের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে রবিবার উদয়পুরে রাজকীয় বিয়ে সম্পন্ন হল আম আদমি পার্টি সাংসদ রাঘব চড্ডা(Raghav Chadda) ও পরিণীতি চোপড়ার(Pariniti Chopra)। বেশকিছুদিন আগে থেকেই শুরু হয়ে গেছিলো বিয়ের তোড়জোড়। যার ফলস্বরূপ উৎসাহ বাড়ছিল অনুরাগীদের। তার ওপর আবার রবিবার সারা দিন সমাজমাধ্যমের পাতায় একাধিক ছবি ও ভিডিয়ো দেখে উৎসাহ চারগুন হতে সময় লাগেনি বেশি। হাজার হোক বলিউড(Bollywood) অভিনেত্রী বলে কথা!
কেবল মাত্র বিয়ের ছবি দেখবার জন্যে অধীর আগ্রহে বসেছিল হাজার হাজার অনুরাগী! কিন্তু রোববার কোনো ছবিই ছাড়া হয়নি অভিনেত্রীর তরফ থেকে। তাই কিছু ভাইরাল ছবি দেখেই সারাদিন কাটাতে হয়েছিল অনুরাগীদের। অবশেষে এই অপেক্ষার সমাপ্তি ঘটল।
অবশেষে সোমবার নিজেদের জীবনের এই বিশেষ দিনের বিশেষ ছবি নেটদুনিয়াতে ভাগ করে নিলেন নবদম্পতি। বলিউডের জনপ্রিয় পোশাকশিল্পী মণীশ মলহোত্রার সোনার রঙের লেহঙ্গা, গলায় পান্নার ভারী গয়না, সঙ্গে রাঘবের নাম লেখা মাথার ওড়নায় সেজেছিলেন বলিউড অভিনেত্রী। আর গল্পের নায়ক অর্থাৎ আম আদমি পার্টির নেতার পোশাক ডিজাইন করেন পবন সচদেবা।
নিজের কাজের সূত্রে বিয়েতে উপস্থিত থাকতে পারেনি পরিণতির প্রিয় মিমি দিদি। কিন্তু প্রিয়াঙ্কাকে এক মুহূর্তও ভোলেননি পরিণীতি। তার বিয়েতে অনেক কিছুই দিদির বিয়ে থেকে অনুপ্রাণিত। গত ১৩ মে নয়াদিল্লির কপূরথলা হাউসে রাঘবের সঙ্গে বাগ্দান সেরেছিলেন অভিনেত্রী। তারপর চোপড়া ও চাড্ডা দুই পরিবার মিলে আয়োজন করেছিলেন বিভিন্ন অনুষ্ঠান। বাগদানের মতো বিয়ের আগেও আরদাস ও কীর্তনের আয়োজন ছিল দুই পরিবারের তরফেই।
বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া এবং আপ নেতা রাঘব চাড্ডা দুজনেই লন্ডন স্কুল অফ ইকোনমিক্সে পড়াশোনা করেছেন। প্রেমের শুরুটা নাকি হয় গত বছর ফিল্ম ‘চামকিলা’র সেটে। পরিণীতি পঞ্জাবে শ্যুটিং করছিলেন, আর রাঘব পুরনো বন্ধুর সঙ্গে সেখানে অভিনেত্রীর সঙ্গে দেখা করতে পৌঁছে যান। তারপরই নাকি ঘনিষ্ঠতা বাড়ে দুজনের। আর তাদের প্রেম পরিণতি পায় সাত পাঁকে বাঁধা পড়ে।
Leave a Comment