দেশের মধ্যবিত্ত তথা গরিবদের মাথায় ছাদ দেওয়ার জন্য বদ্ধ পরিকর কেন্দ্রীয় সরকার। প্রধানমন্ত্রী আবাস জন্যে বহু মানুষকেই পাকা বাড়ি করে দেওয়া হয়েছে দেশ জুড়ে। তবে এখনও এমন প্রচুর মানুষ আছেন যাদের একটা পাকা বাড়ি নেই। তাই তাঁরা চাইলেই পিএম আবাস যোজনায় আবেদন করতে পারেন নতুন সরকারি বাড়ি পাওয়ার জন্য।
প্রধানমন্ত্রী আবাস যোজনা 2.0
গতবছরে ব্যাপক সাফল্যের পর এবছরেও শহর ও গ্রামের মাসনুষদের জন্য এবদন গ্রহণ করা হয়েছিল। আবেদন সম্পূর্ণ হওয়ার পর লিস্টের মাধ্যমে নাম প্রকাশ করা হয়। এই লিস্টে নাম থাকলেই বাড়ি তৈরির জন্য টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হয়। তবে টাকা দেওয়ার কিছু ক্যাটেগরি রয়েছে, সেগুলি হল
- EWS : 3 লক্ষ টাকা পর্যন্ত – 6.5% ভর্তুকি
- LIG : 3-6 লক্ষ টাকা পর্যন্ত – 6.5% ভর্তুকি
- MIG I : 6-12 লক্ষ টাকা পর্যন্ত – 4% ভর্তুকি
- MIG II : 12-18 লক্ষ টাকা পর্যন্ত – 3% ভর্তুকি
কিভাবে PM Awas Yojana এর জন্য আবেদন করা যাবে?
- যারা বাড়ি তৈরির জন্য টাকা পেতে চান তাদের প্রথমেই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজেদের নাম রেজিস্টার করতে হবে।
- এরপর সমস্ত প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদন করতে হবে।
- আবেদন সাবমিট করার পর অপেক্ষা করতে হবে নতুন লিস্ট বেরোনোর। লিস্টে নাম এসে গেলেই আপনার অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে।
কারা পিএম আবাস যোজনায় আবেদন করতে পারবেন?
- সবার প্রথমেই আবেদনকারীকে একজন ভারতীয় নাগরিক হতে হবে।
- আবেদনকারীর পারিবারিক আয় দরিদ্রসীমার নিচে থাকতে হবে। সেই আয়ের শংসাপত্র আপলোড করতে হবে।
- একজন ব্যক্তি এই প্রকল্পে একবারই আবেদন করতে পারবে। অর্থাৎ আগে একবার এই প্রকল্পে টাকা পেয়ে গিয়ে থাকলে আর আবেদন করা যাবে না।
আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস
- আধার কার্ড বা ভোটার কার্ড বা রেশন কার্ড
- আবেদনকারীর জব কার্ড বা পরিবারের কারোর জব কার্ড
- পাসপোর্ট সাইজ কালার ছবি
- ব্যাঙ্কের পাশ বইয়ের প্রথম পাতা
কিভাবে PM Awas Yojana Status চেক করবেন?
- আপনার নাম নতুন প্রধানমন্ত্রী আবাস যোজনায় এসেছে কি না চেক করার জনু নিচে দেওয়া পদ্ধতি ফলো করুন।
- প্রথমেই অফিসিয়াল PMAY 2.0 ওয়েবসাইটে চলে যেতে হবে। (নিচে লিংক দেওয়া আছে)
- এরপর সেখানে ‘View PMAY Beneficiary 2.0 List’ অপশনে ক্লিক করুন
- এবার যে বক্স এল সেখানে আপনার অর্থাৎ আবেদনকারীর আধার কার্ড নাম্বার দিয়ে সাবমিট বাটনে ক্লিক করলেই আপনার স্ট্যাটাস দেখানোর জায়গা খুলে যাবে।
- এখানে আপনার নাম, বাবার নাম, মোবাইল নাম্বার থেকে আবেদনের আইডি নাম্বার দিয়ে সার্চ করলেই স্ট্যাটাস দেখা যাবে।
PMAY 2.0 Official Link > PMAY 2.0
Leave a Comment