‘সা রে গা মা পা’ (Sa Re Ga Ma Pa) এর মঞ্চ থেকে যেসব প্রতিযোগী লাইম লাইটের তলে নিজেদের জীবনের পথ নতুন করে চলতে শুরু করেছিল, তাদের মধ্যে আলবার্ট কাবো (Albert Kaboo) লেপ্চা অন্যতম। তিনি চ্যাম্পিয়ন হতে পারেননি ঠিকই কিন্তু তার গলার মনোমুগ্ধকর আওয়াজে দর্শকরা আপ্লুত। কিন্তু কাবোর একটি সোশ্যাল মিডিয়া পোস্ট নাড়িয়ে দিয়েছে নেটিজেনদের। যা তার অনুগামীদের চোখে জল এনে দিয়েছে।
সারেগামাপা তে কাবোর গান খুবই জনপ্রিয় হয়েছিল, শ্রোতাদের পাশাপাশি মন কেড়ে নিয়েছিল বিচারকদের। কালিম্পঙ থেকে গানের জন্যেই তার আগমন। তবে আলবার্ট কাবো লেপ্চা যে বিবাহিত তা জানতোনা অনেকেই, এমনকি তার অনুগামীরাও। তিনিই প্রথম তার স্ত্রী এবং একরত্তি শিশু কন্যার সাথে পরিচয় করান প্রতিযোগিতার প্রি ফাইনাল এপিসোডের মঞ্চেই। কাবোর সাথে তারাও হয়ে গিয়েছিলো ইন্টারনেট সেনসেশন।
কিন্তু ওই একটা পোস্টই মন ভেঙে দিলো সক্কলের। কাবো সামাজিক মাধ্যমে জানালেন সকলকে ছেড়ে চলে গিয়েছে তার সেই খুদে একরত্তি শিশু কন্যাটি, মা বাবার কোল খালি করে।কাবো সোশ্যাল মিডিয়াতে মেয়ের সঙ্গে একটা ছবি শেয়ার করে লিখলেন ‘গল্পটা শেষ হলেও যাত্রাটা নয়। তুমি আমাদের জীবনের সবচেয়ে মিষ্টি গানটি গেয়েছ। আমাদের ধ্রুবতারা হয়ে থেকো তুমি। আর আমাদের পথ দেখিও। ওখানে ভালো থেকো। তোমার আত্মার শান্তি কামনা করি এলভিন লেপ্চা।’
কাবোর এই পোস্টে চোখে জল এসে পড়েছে নেটিজেনদের। তারা যেন বিশ্বাসই করতে পারছিলেননা এই কঠিন বাস্তবকে। প্রতিযোগিতা চলাকালীন স্ত্রী পূজা আট মাসের এলভিনকে কোলে নিয়ে স্বামীকে মানসিকভাবে সাপোর্ট করার জন্যে মঞ্চে উপস্থিত হয়েছিলেন। কাবো জানান তিনি যখন আট মাস শো এর জন্যে কলকাতায় ছিলেন, তখন তাদের সন্তানকে একা হাতেই দেখভাল করেছেন পূজা। প্রসঙ্গত ২০২২-২০২৩ এর সারেগামাপা বাংলার রানার্স আপ কাবো। শো পদ্মলাশ জিতলেও দর্শকের মন জিতেছিলেন কিন্তু কাবো।
কাবোর এই পোস্টে একজন লিখেছেন,’জানিনা কি লেখা উচিত। এই শোকের সান্ত্বনা হয়না। ভগবান তোমাকে শান্তি দিক।’ আরেকজন অনুগামী লিখেছেন,’হে ঈশ্বর। তুমি এতো নিষ্ঠূর কেন! এতো ছোট প্রাণকে কেড়ে নিলে!’ তৃতীয়জনের বক্তব্য,’তোমাদের কোল আলো করে আবার সে ফিরে আসবে। সংগীতই তোমাকে শক্তি জোগাবে এই কঠিন সময়ে। ভগবানে বিশ্বাস হারিও না।’ শোনা যায় বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিল এলভিন। কিন্তু তার রোগের কথা জানা যায়না।
Leave a Comment