সোনার থেকে রুপাই বেশি পরিণত, খুদে শিল্পীর অভিনয়ে চোখের জল দর্শকের

Nandini

No comments
Star-jalsha-serial-in-Anurager-Chowa-netizen-praised-Shristi-Majumders-acting

স্টার জলসার (Star Jalsha) ‘অনুরাগের ছোঁয়া’য় (Anurager Chowa) এখন একটার পর একটা দুর্ধর্ষ পর্ব চলছে বর্তমানে। একের পর এক নতুন নতুন সত্যি সামনে আনা হচ্ছে। তবে আবার একদিকে দর্শকের হতাশা থেকেই যাচ্ছে। কারণ, বারেবারে লোভ দেখিয়েও সূর্য-দীপাকে দূরে সরিয়ে দিচ্ছেন লেখক। তাদের কাছাকাছি আসার সব পথই যেন বন্ধ হয়ে যাচ্ছে এক এক করে।

সূর্য যেমন দীপাকে বারবার ভুল বুঝছে তেমনই সূর্যকে ভুল বোঝানোর লোকও আছে সব সময় তৈরী। মিশকা সূর্যকে কিছুতেই হাতছাড়া করতে চায়না। আর এখন আবার তার সঙ্গী হয়েছে উর্মি। উর্মি চায়না দীপা কখনই সেনগুপ্ত বাড়িতে ফিরে আসুক। উর্মি সেখানে একা রাজত্ব করতে চায়। তার সন্তানের সম্পত্তির কোনো ভাগিদারকে সে আসতে দেবেনা।

in-anurager-chowa-Rupa-knows-her-fathers-real-identity

সম্প্রতি, রুপা নিজের বাবার পরিচয় জানতে পেরে গেছে। সে এখন জানে সূর্যই তার বাবা। কিন্তু তার পাশাপাশি সে এটাও জানে যে সূর্য রুপাকে তার বাবার পরিচয় দেবেনা। সে এমনটাই শুনেছে আড়াল থেকে। সূর্য যে তার মাকে পছন্দ করেনা তা রুপা বুঝতে পেরেছে। সে ছোট তাকে এতদিন বড়োদের এই জটিলতা থেকে দূরেই রাখতে চেয়েছিল দীপা। কিন্তু সত্যিটা যে সামনে এসেই যায়। আর আজ তাই হয়েছে রুপার সাথেও।

এতদিন ধরে বাবার পরিচয় খুঁজছিল যে মেয়েটা। বাবার কথা মনে এলেই সূর্যকেই সে দেখতে পায়। আর আজ তার জীবনে এটাই বড় সত্যি হয়ে দাঁড়ালো যে সূর্য রুপার বাবা। ছোট্ট রুপার ভীষণ অভিমান হয়েছে বড়োদের উপর। কেন সকলে তার সাথে এই লুকোচুরি খেলায় মেতেছে তার ছোট্ট মনে এই প্রশ্নও উঠেছে।

in-anurager-chowa-Rupa-know-surja-her-father

ছোট্ট রুপার মন কাঁদলেও আজ সে নীরব। তার ভিতরের কষ্ট দর্শকের মনকে নাড়িয়ে দিয়েছে। রুপা ছোট হলেও তার অভিমান এতটাই প্রখর সে মাকে প্রশ্ন করেনি মা কেন সবটা সত্যি তাকে বললোনা। পাছে তার মাও যদি কষ্ট পায়? কারণ, সে যে এটাও দেখেছে বাবার কথায় মায়ের চোখে জল আসে। সকলের অভিনয়কে ছাপিয়ে গেছে রুপার অভিনয়। সকল দর্শকের চোখের কোন ভিজেছে রুপার কষ্টে।

Leave a Comment