সাধারণ মানুষের স্বাদ বুঝে সেই স্বাদেই ধারাবাহিক তৈরিতে জুড়িমেলা ভার ষ্টার জলসার। নিত্যনতুন সিরিয়ালের মাঝে বেশকিছু পুরোনো সিরিয়ালের ওপর থেকে মন যেন সড়াতে পারেননা দর্শকরা। কিছু সিরিয়াল যেমন দীর্ঘদিন চলে আবার কিছু ধারাবাহিক শেষ হয়ে যায় যেন নিমেষেই। কিন্তু ছাপ ফেলে যায় দর্শকদের মনে। আর সেই তালিকাতেই রয়েছে “মা” (Maa) ধারাবাহিকটি।
২০০৯ সাল থেকে পথ চলা শুরু এই ধারাবাহিকটির। মূল চরিত্রের পাশাপাশি যে চরিত্রটি দর্শকদের মনে জায়গা করে নিয়েছিল তা হলো “ফুলকি”(Fulki) ওরফে অস্মিতা চক্রবর্তী ( Asmita Chakroborty)। টিআরপির তালিকায় নিজেকে পাকাপোক্তভাবে বসিয়ে নিয়েছিল এই ধারাবাহিকটি। এখানে কাজ করেই অস্মিতা লুফে নেন শ্রেষ্ঠ খলনায়িকার তকমা।
কিন্তু এই জনপ্রিয় ধারাবাহিকটি বন্ধ হয়ে যাওয়ার পর থেকে আর দেখাই যেন যায়না অস্মিতাকে! তাতেই ভারাক্রান্ত তার অনুগামীদের মন।’ফুলকি’ চরিত্রটিতে অস্মিতার অভিনয়ের চক্করে, কিছু কম অভিশাপ কুড়াতে হয়নি দর্শকদের থেকে। তার অভিনয়, অঙ্গভঙ্গি, কথাবলার ধরণ দেখলেই রাগে গা জ্বলে যেত দর্শকদের। তার এই অভিনয়ের জন্যেই ধারাবাহিক শেষের ৯বছর পরেও লোকে তাকে মনে রেখেছে।
এতো সুন্দর অভিনয় করার পরও ইন্ডাস্ট্রিতে তাকে কেন দেখা যায় না ,এই প্রশ্নে নিজেই সোশ্যাল মিডিয়ায় মুখ খুলেছিলেন তিনি। জানিয়েছিলেন লকডাউন এর পর থেকেই তার হাতে কাজ নেই। সিরিয়াল এর পাশাপাশি এখন ওটিটি প্লাটফর্মেও প্রচুর কাজ হচ্ছে। কিন্তু সবাই যেন তাকে ভুলে গেছে। কিছুটা যেন অভিমান সহকারেই বলেছেন তিনি।
কিন্তু দীর্ঘ ৯ বছরের অপেক্ষার পর অভিনেত্রীর অনুগামীদের জন্যে দুর্দান্ত এক খবর নিয়ে হাজির হয়েছে ষ্টার জলসা। দীর্ঘ ৯ বছর পর আবার পর্দায় ফিরছেন অস্মিতা চক্রবর্তী। তাকে দেখা যাবে স্টার জলসার আসন্ন সিরিয়াল ‘কথা’-তে। সদ্য প্রকাশ পেয়েছে ধারাবাহিকের প্রোমো। সেখানে দেখেই খুশি তার অনুগামীরা।
Leave a Comment