সরকারি চাকরি ছেড়ে এসেছেন অভিনয়ে! রইল বাংলা ধারাবাহিকের এমন ৫ তারকার নাম

Trisha

No comments

ভালোবাসা মানুষকে কি না করায়! বিশেষ করে তা যদি হয় শিল্পের প্রতি ভালোবাসা তাহলে মানুষ নিজের ভালোবাসাকে পেতে সবকিছুকে অতিক্রম করে তার কাছে পৌঁছতে পারে। ঠিক তেমনি অভিনয়। এই শিল্পের জন্যে শুধু টলিউড(Tollywood) নয় এমনকি বলিউডের প্রচুর অভিনেতা-অভিনেত্রী(ACTOR-ACTRESS) রয়েছেন যারা নিজেদের মোটা অংকের চাকরি এমনকি সরকারি চাকরিও ছেড়ে এসেছেন কেবলমাত্র শিপের প্রতি ভালোবাসার টানে। আর তার মধ্যে রয়েছেন কয়েকজন বাংলা সিরিয়াল (Bangla Serial) এর অভিনেতা অভিনেত্রীও। চলুন আজকে জেনে নিই এক তালিকায় কে কে আছেন।

তৃণা সাহা (Trina Saha) : প্রথমেই আসা যাক তৃনার কথায়। টেলিভিশন জগতের অতি পরিচিত মুখ এই খড়কুটো সিরিয়াল খ্যাত অভিনেত্রী। ২০১৫ সালে ‘বেশ করেছি প্রেম করেছি’ ছবির হাত ধরে নিজের অভিনয় জীবনের সূচনা করলেও একের পর এক ধারাবাহিকে অভিনয় করে তিনি এখন জনপ্রিয়তার তুঙ্গে। তবে তিনি তার আগে এমবিএ, সিএস পড়াশোনা করে  দিল্লিতে মোটা বেতনের চাকরি করতেন। চাকরি ছেড়ে দিয়ে তিনি তার অভিনয়ের স্বপ্নপূরণ করতে আসেন টলিপাড়ায়।

জয়ী দেব রায় (Joey Debroy) : জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‛হৃদয় হরণ বি এ পাস’ র  হৃদয়ের চরিত্রে অভিনয় করে দর্শকদের মনজয়কারী অভিনেতা হলেন জয়ী। ইঞ্জিনিয়ারিং ও পরে এমবিএ ডিগ্রি লাভ করেন, বাড়িতে শুরুতে কেউই চাননি যে তিনি অভিনয় জগতে আসুক, তাই ২০০৯ থেকে ২০১৪ পর্যন্ত কম্পিউটার ইঞ্জিনিয়ার হিসেবে চাকরি করেন। তারপরই নিজের ভালোবাসার জায়গায় পা রাখেন।

বিশ্বজিৎ ঘোষ (Biswajit Ghosh) : স্টার জলসার ধারাবাহিক ‘কে আপন কে পর’-এ নায়ক পরম কিন্তু এক কথায় মন জয় করেছিলেন দর্শকদেড়, যে এরপর তিনি অন্য কোনো ধারাবাহিক করলেও তাকে সবাই পরম নামেই মনে রেখেছেন। সম্প্রতি তিনি জি বাংলার ধারাবাহিক ‘খেলনা বাড়ি’তে অভিনয় করছেন~ কিন্তু সবচেয়ে আশ্চর্যের কথা হলো, টিসিএসে এক মোটা বেতনের চাকরি ছেড়ে তিনি চলে আসেন বিনোদিন জগতে।

Sananda Basak

সানন্দা বসাক (Sananda Basak) : আরেক সুন্দর সুপরিচিত টলিপাড়ার অভিনেত্রী হলেন জয়ী, গোয়েন্দা গিন্নি, নেতাজি, প্রথমা কাদম্বিনী খ্যাত সানন্দা। তিনিও অভিনয়ে আসার আগে মোটা মাইনের চাকরি করতেন। তবে বর্তমানে তিনি অভিনয় জগৎ থেকে কিছুটা সরে গিয়ে নিজের শাড়ির ব্যবসায় মন দিয়েছেন।

Sourav Chatterjee

সৌরভ চট্টোপাধ্যায় (Sourav Chatterjee) : তিনি বহু বছর ধরেই অভিনয় জগতের সঙ্গে যুক্ত থাকলেও সম্প্রতি মিঠাই ধারাববাহিকে জামাই রাজীবের চরিত্রে অভিনয় করে প্রচুর প্রশংসা কুড়িয়েছেন অভিনেতা সৌরভ চট্টোপাধ্যায়। ছোটপর্দার পাশাপাশি বড়পর্দা এবং ওয়েব সিরিজে কাজ করেছেন। টলি ইন্ডাস্ট্রির একজন সফল অভিনেতা সৌরভ কিন্তু অভিনয় জীবনে আসার আগে ছিলেন একজন সরকারি চাকরিজীবী। অভিনয়ের জন্য সরকারি চাকরিও ছেড়ে দেন তিনি।

Leave a Comment