কৌশাম্বি এখন অতীত, আদৃতের জীবনে নতুন প্রেম! ফাঁস হল উচ্ছেবাবুর মনের মানুষের ছবি

Trisha

No comments

“মিঠাই” (Mithai) ধারাবাহিকের মারফত ছোটপর্দায় জনপ্রিয়তা লাভ উচ্ছেবাবুর। জী বাংলার(Zee Bangla) এই ধারাবাহিকের মারফত গোটা বাংলার ঘরে ঘরে পৌঁছে গেছিল উচ্ছেবাবু থুড়ি অভিনেতা আদৃত রায়(Adrit Roy)। বেশ কিছুদিন থেকেই শোনা যাচ্ছে তার রুপোলি পর্দায় আগমন ঘটতে চলেছে।

২০২১ সালে সৌমীতৃষা কুণ্ডুর সঙ্গে আদৃতের জুটি নিয়ে এখনও দর্শকমহলে আলোচনা চলে। আদৃতের কিন্তু টলিপাড়ায় আগমন বড়পর্দার মারফত! কিন্তু তার নামডাক যশ সমস্তই ছোটপর্দার মারফত!  ২০১৮ সালে মুক্তি পেয়েছিল আদৃত অভিনীত ছবি ‘নূর জাহান’। পরে ‘প্রেম আমার ২’ ছবিতেও আদৃত মুখ্য চরিত্রে ছিলেন।

তবে বড়পর্দার নায়কোচিত চিত্রের অভাব ছিল তার মধ্যে! তাই জন্যে সিনেমা ছেড়ে যখন ছোটপর্দায় নিজের নাম লেখালেন তখন নানা মুনির নানা মতের মতো নানারকম সমালোচনার সম্মুখীন হতে হয় তাকে। কিন্তু তার ধারাবাহিকের সিদ্ধার্থ চরিত্রটি সবকিছুর উর্ধ্বে উত্তর দিতে সক্ষম হয়।

এবারে শোনা যাচ্ছে তার আগামী ছবির নাম ‘পাগল প্রেমী’। এসভিএফ প্রযোজনায় অভিরূপ ঘোষের পরিচালনায় কমার্শিয়াল ছবি ‘পাগল প্রেমী’তে দেখা যাবে আদৃতকে। এই ছবির শ্যুটিংয়ের বেশকিছু ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে বেশ কিছুদিন আগেই। কিন্তু এই ছবিতে আদৃতের নায়িকা কে হচ্ছেন সেই নিয়ে জল্পনার অন্ত ছিলোনা।

এবার হলো সমস্ত জল্পনার সমাপ্তি! এসভিএফের পুরোনো অভ্যাসবশত আবার দেখা যেতে চলেছে এক নতুন মুখ যার নাম মুনমুন। মূলত একটি গয়নার বিজ্ঞাপনের প্রচারমুখ মুনমুন দীর্ঘদিন ধরে মডেলিং পেশার সঙ্গে যুক্ত। সোশ্যাল মিডিয়াতে তাঁর ফলোয়ার সংখ্যা প্রায় ১ লক্ষ। এর আগে সৃজিত মুখোপাধ্যায়ের ফেলুদা সিরিজে একটি ছোট ভূমিকায় দেখা গিয়েছে মুনমুনকে।

https://www.instagram.com/p/CwfndYTSdQA/?utm_source=ig_embed&ig_rid=779b5833-14ad-4d37-8dea-90b0b4217aee

কিছুদিন আগেই একটি ভিডিয়ো ভাইরাল হয়েছিল।যেখানে দেখা যাচ্ছে, একটি কলেজের প্রেক্ষাপট যেখানে মাঝরাস্তায় আচমকাই প্রাক্তন প্রেমিকাকে এসে আদৃতের প্রশ্ন, ‘তুই যেন কী খেতে ভালোবাসিস? ইন্ডিয়ান, ইটালিয়ান, চাইনিজ, তুই যা খেতে ভালোবাসিস…. (দৌড়ে গিয়ে কিছু গাছের পাতা ছিঁড়ে এনে) এনে তুই ঘাস খা… ঘাস খা’। নায়কের কীর্তি দেখে বন্ধুরা পাশ থেকে চিৎকার করছে, ‘জয় এইরকম করিস না’।এই ভিডিও দেখে যথারীতি উত্তাল আদৃতের ফ্যানবেস! কেউ কেউ তাকে বাংলার কবীর সিং বলছেন তো কেউ তার প্রশংসায় পঞ্চমুখ।

সম্প্রতি একটি ওটিটি প্লাটফর্মে আদৃত জানিয়েছিলন, ‘মিঠাইয়ের পর ব্রেক নেওয়াটা খুব জরুরি ছিল। মিঠাই এত দীর্ঘ সময় চলার পর আমাকে অনেক টেলিভিশনের অফার ফেরাতে হয়েছে। কারণ যা শিখেছি সেটা ভুলে যাওয়াটা জরুরি। আজকে বাংলা ইন্ডাস্ট্রির যা অবস্থা তাে প্রত্যেক অভিনেতার কাছে বিরতি নেওয়াটা জরুরি। সময় নিয়ে অতীতের চরিত্রের খোলস ছেড়ে বার হওয়াটা দরকার। তারপরই কাজে ফেরা উচিত। আমি শ্রীকান্ত স্যারের কাছে কৃতজ্ঞ যে উনি আমাকে এই সময়টা দিয়েছেন নতুন কাজ শুরুর আগে পুরোনোটা ভুলতে। ক’জন তেমনটা করেন?’

Leave a Comment