একজন সাধারণ মানুষ নিজের সন্তানের জন্য ঠিক কতটা অসাধারণ হয়ে উঠতে পারেন সেই গল্পই বলতে এল জিতের (Jeet) “মানুষ” (Manush – Child of Destiny)। বিগত ১০ই নভেম্বর মুক্তি পেয়েছিল এই ছবির ট্রেলার। যেখানে জিতের বিপরীতে ভিলেনের ভুমিকাতে অভিনয় করছেন জিতু কামাল (Jeetu Kamal)!
বর্তমানে টলিপাড়ার(Tollywood) এক বহুচর্চিত নাম এই জীতু কামাল কেবলমাত্র অপরাজিত(Aparajito) ছবির জন্যে বদলে গেছে তার জীবন। এই ছবিতে সত্যজিৎ রায়ের ভূমিকায় যেভাবে তিনি অভিনয় করেছেন তাতে করে প্রতিটা পদক্ষেপে তার সুনাম করে চলেছেন ভক্তরা। অবশ্য এই চরিত্রের বাদে নিজের কেরিয়ারে এক বড়ো বিরতি নিয়েছিলেন তিনি, কেবলমাত্র এক ছকভাঙা রূপ তার অনুগামীদের উপহার দেয়ার জন্যে।
এই ২৪শে নভেম্বর মুক্তি পেলো জিৎ এবং জীতুর নতুন ছবি মানুষ। জিৎকে দেখা যাবে দুটো রূপে। কখনও সে দুঁদে নার্কোটিক্স বিভাগের অফিসার, কখনও আবার সে একজন বাবা। তাঁর পরিচয় কি অফিসার ভিক্টর যাঁকে আন্ডার ওয়ার্ল্ডের সবাই ভয় পায় নাকি অর্জুন? নাকি রয়েছে অভিনেতার দ্বৈত চরিত্র উত্তর মিলবে পর্দায়।
জিতের বিপরীতে আন্ডার ওয়ার্ল্ডের ডন হিসেবে আছেন জিতু। নায়ক থেকে সোজা নেতিবাচক শেডের চরিত্র। চরিত্রের নাম মান্নান। তবে সত্যি কি ভিলেন? সেই প্রশ্নের উত্তর ছবিটা দেখলেই পাওয়া যাবে বলে দাবি করেন তিনি। কাজের থেকে বিরতি নিলেও সোশ্যাল মিডিয়াতে যথেষ্ট সচল ছিলেন তিনি। সম্প্রতি একটি পোস্টও করেন জীতু।
সোশ্যাল মিডিয়াতে জীতুর এই পোস্ট সকলের মনে জায়গা করে নেয়। মান্নান এর লুকে জিতুকে দেখে সবাই খানিকটা বিস্মিতও বটে। সেই ছবি পোস্ট করে তিনি সোশ্যাল মিডিয়ায় লিখলেন, “নিশ্চিত করতে পারি, চোখের জল পড়বেই।” অর্থাৎ তার চরিত্রটি তার অনুগামী তথা দর্শকদের মন ছোঁবেই! তার এই চরিত্রটি যে তার গোটা ক্যারিয়ার জীবনের থেকে আলাদা চোখের তা বুঝতে বাকি নেই কারোরই! তবে মহানেতা দেবের পাশে কতটা মানাবে তাকে সেটাই এখন দেখার।
Leave a Comment