‘বাংলাদেশ কখনও ফাইনালে হারেনি’! ভারতকে কটাক্ষ করায় ধুয়ে দিল অভিনেতা ঋত্বিক

Trisha

No comments

১৯ নভেম্বর ১২ বছর পর দেশের মাটিতে বিশ্বকাপ জেতা হল না ভারতের। অস্ট্রেলিয়ার কাছে কার্যত একপেশে ম্যাচে হারতে হল ৬ উইকেটে। নেওয়া হল না ২০ বছর আগে হারের বদলাও। ফাইনালে কেন অস্ট্রেলিয়া অপ্রতিরোধ্য, সেটা বোঝা গেল আর এক বার। ১৪০ কোটির স্বপ্ন এক নিমেষে ভেঙে চুরমার!

তবে এই হারের পর উচ্ছাসে ফেটে পড়েছে বাংলাদেশ (Bangladesh)! সে দেশে যেন অকাল ঈদের আয়োজন! ভারতীয়দের মনে কাটা ঘায়ে নুনের ছিটার ন্যায় রাস্তায় নেমে অকথ্য ভাষায় গলাগালাজ থেকে শুরু করে রোহিত-কোহলিদের নিয়ে কটূক্তি করতেও ছাড়েননি বাংলাদেশি ক্রিকেট ফ্যানরা।

স্বাভাবিকভাবেই বাংলাদেশিদের এই কাজটা ভালো চোখে দেখেনি ভারতীয় নেটিজেনরা। সেই নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে নানারকম কাটাছেঁড়া। ইতিমধ্যেই এই বিতর্ক নিয়ে মুখ খুলে বিতর্কে জড়িয়েছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। এবারে তার বিরুদ্ধে সরব হয়েছেন টলিপাড়ার অভিনেতা-অভিনেত্রীরাও!

এবারে সিনিয়ার সুপারস্টার ঋত্বিক চক্রবর্তী(Ritwick Chakraborty) থেকে টেলি কন্যা সৌমিতৃষা কুণ্ডু(Soumitrisha Kundu) এই ঘটনায় সরব হয়েছেন। ঋত্বিক চক্রবর্তী তাঁর ফেসবুক পেজে বাংলাদেশের কটাক্ষের জবাব দিয়েছেন। তিনি লেখেন, ‘ইন্ডিয়া তো মোটে চারবার ওয়ার্ল্ডকাপ ক্রিকেটে ফাইনালে উঠে দুবারই হেরে গেছে!মনে রাখবেন বাংলাদেশ কিন্তু কখনও ওয়ার্ল্ডকাপ ফাইনালে হারেনি! তাই তো ফাইনালে হার নিয়ে ঠাট্টা- মশকরাটা বেশ মানিয়ে যাচ্ছে!! অনেকে কেন যে রেগে যাচ্ছে বুঝছিনা।’

আবার জিতের ছবি মানুষের প্রিমিয়ারে হাজির হয়ে মিঠাইরানী বললেন,  ‘এটা নিয়ে কথা বলার সঠিক জায়গা এটা নয়। এটা শুভ একটা জায়গা। মনোমালিন্য যা কিছু হয়েছে… ভারত, বাংলাদেশ দুটো একই মায়ের আলাদা নাম বলে আমার মনে হয়। পার্টিশানটা জাস্ট এমনি হয়েছে বলে আমার মনে হয়, সবাই আমরা এক। ছোট ছোট বাসন একসঙ্গে থাকলে খুটোখুটি লাগে, তারপর সবাই আমরা এক। সেটা নিয়ে বেশি কিছু বলছি না। এটা সুন্দর একটা মুহূর্ত।’

Leave a Comment