দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট! রইল আজকের আবহাওয়ার খবর

Nandini

No comments
Weather Update 10th July South Bengal and North Bengal

Weather Update: বেশ কিছুদিন হলেও দক্ষিণবঙ্গে (South Bengal) বর্ষা (Rain) নেমে গিয়েছে। ইতিমধ্যেই বৃষ্টির ভয়াবহ রূপ দেখা গিয়েছে উত্তরে। শোচনীয় পরিস্থিতি হয়ে গিয়েছে উত্তরাখান্ড, হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর থেকে শুরু করে দিল্লি ও পাঞ্জাবেও। কোথাও 10 কোথাও রেলওয়ে ট্রাকে ফাটল কোথাও রাস্তায় ফাটল তৈরি হয়েছে। এক কথায় বলতে গেলে রেকর্ড পরিমাণ বৃষ্টির জেরে উত্তর ভারত বিপর্যস্ত। তবে এত কিছুর মাঝেও দক্ষিণবঙ্গে সেভাবে বৃষ্টিপাত দেখা যায়নি।

পশ্চিমবঙ্গের (West Bengal) ক্ষেত্রে উত্তরবঙ্গে অবিরাম বৃষ্টিপাত চললেও দক্ষিণবঙ্গে এখনো ভাপসা গরম চলছেই। বৃষ্টি হয়েছে ঠিকই তবে সেই পরিমাণ বৃষ্টি এখনো হয়নি। জুলাই মাসের প্রথম সপ্তাহ কেটে গেলেও আজও বঙ্গবাসী রয়েছে ঝমঝমিয়ে বৃষ্টি নামার অপেক্ষায়। তাহলে কবে মিলবে এই ব্যবসা গ্রহণ থেকে মুক্তি? এবার এই প্রশ্নের উত্তর পাওয়া গেল আলিপুর আবহাওয়া দপ্তরের (Alipur Weather Office) পক্ষ থেকে।

Weather Update on Rainy Season

আজ হঠাৎ সোমবার সপ্তাহের শুরু থেকেই আকাশ মেঘাচ্ছন্ন। শুধু তাই নয় সাথে রয়েছে গুমোট গরম। এরই মাঝে মৌসম ভবন থেকে প্রকাশিত হলো আবহাওয়ার পূর্বাভাস। যেমনটা জানা যাচ্ছে আগামী দু তিন দিনের মধ্যে উত্তরবঙ্গে আরো বৃষ্টিপাত হবে। তবে বৃষ্টিপাতের পরিমাণ বর্তমানে থেকে ধীরে ধীরে কিছুটা কমবে।

অন্যদিকে কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ, বীরভূম, নদীয়া এই সমস্ত জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে ভারী মিষ্টি নয়, মাঝারি বা হালকা বৃষ্টির সম্ভাবনাযই থাকছে।

তবে এসবের মাঝেই জেলার আবহাওয়া নিয়ে বিজ্ঞানীরা চরম সতর্কতা জারি করছেন। জানা যাচ্ছে বিশেষ করে উত্তরবঙ্গের তিন জেলা জলপাইগুড়ি কোচবিহার ও আলিপুরদুয়ারে রেড এলার্ট জারি করা হয়েছে। অর্থাৎ এই তিন জেলার পরিস্থিতি আরো খারাপ হওয়ার আশঙ্কা রাখছেন বিজ্ঞানীরা। 

 অন্যদিকে দার্জিলিং,  জলপাইগুড়ি,  কালিংপং,  কোচবিহার সহ আলিপুরদুয়ার এই পাঁচ জেলায় আসন্ন ২৪ ঘন্টায় ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছে হাওয়া অফিস। তবে এখানেই শেষ নয় মঙ্গলবার এর পর আগামী তিনদিনেও একই রকম ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বলেই জানা যাচ্ছে।  এরপর অবস্থার কিছুটা হলেও উন্নতি হতে পারে বলে মনে করা হচ্ছে। 

Leave a Comment