Weather Update: বিগত কয়েক মাস রেকর্ড গরমের পর বর্ষা নেমেছে বঙ্গে। বর্তমানে কখনো রোদ ও কখনো বৃষ্টি চলছেই। এরই মাঝে আবহাওয়া নিয়ে আপডেট দিল আলিপুর আবহাওয়া দফতর (Alipore weather department)। উত্তর বঙ্গের (North Bengal) জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার নিয়ে রেড এলার্ড (Red Alart) জারি করা হয়েছে। আগামী ৩দিন বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অর্থাৎ বৃষ্টি মাথায় নিয়েই পঞ্চায়েত ভোট দিতে যাবেন উত্তরবঙ্গের মানুষ।
উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গ (North Bengal) সহ কলকাতা ও পার্শ্ববর্তী জেলাতেও বৃষ্টির পূর্বাভাস মিলেছে। যেমনটা জানা যাচ্ছে আগামী ৩ দিন উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, ও বীরভূমেও হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
উত্তরবঙ্গের আবহাওয়া আপডেট লাল ও কমলা সতর্কতা জারি করা হয়েছে বেশ কিছু জেলা নিয়ে। মালদা থেকে উত্তর ও দক্ষিণ দিনাজপুরে কমবেশি বৃষ্টিপাত হবে। তবে দার্জিলিং ও কালিম্পঙে অতিভারী বৃষ্টির জন্য আগেভাগেই কমলা সতর্কতা জারি করা হয়েছে। অর্থাৎ মোটামুটি ওপর আগামী দিন পাঁচেক উত্তরবঙ্গের আবহাওয়ায় তেমন কিছু বদল হচ্ছে না বলা যেতে পারে।
আলিপুর আবহাওয়া দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী আগামী ১২ই জুলাই পর্যন্ত কলকাতা ও পার্শ্ববর্তী এলাকাতে মেঘলা আবহওয়া বজায় থাকবে। বৃষ্টিপাতের পাশাপাশি বজ্র বিদ্যুৎপাতের সম্ভাবনাও থাকছে। এছাড়াও শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ও সর্বনিম্ন ৩৩ এর মধ্যে থাকবে বলেই জানানো হয়েছে।
দক্ষিণবঙ্গের তাপমাত্রা আগের তুলনায় বেশ কিছুটা কম হলেও অস্বস্থি কমেনি। বিশেষ করে দিনের বেলায় ভ্যাপসা রকমের আবহাওয়ার কারণে ঘাম ঝরবে। তবে আগামী কয়েক দিনের মধ্যে তাপমাত্রা কিছুটা কমার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে দক্ষিণবঙ্গের মানুষ কিছুটা স্বস্তি পেতে পারেন।
Leave a Comment