দেব-অঙ্কুশ-সোহম ‘মহানায়ক’ হলেও ব্রাত্য জিৎ, বঞ্চনার অভিনয় নিয়েই সরব নেটপাড়া

Trisha

No comments
Why Dev Ankush Sohom Awarded Mahanayak Award not Jeet asks Netizens

মহানায়ক উত্তমকুমারের(Mahanayak Uttam Kumar) ৪৩তম মৃত্যুবার্ষিকীতে বাংলা চলচ্চিত্রে বিশেষ অবদানের জন্য ‘মহানায়ক সম্মান’ (Mahanayak Samman) প্রদান অনুষ্ঠান আয়োজন করেন সরকার। ২৪ জুলাই, সোমবার মহানায়ক উত্তম কুমারের প্রয়াণ দিবস। প্রতি বছরের মতো এই বছরও উপস্থিত ছিলেন এক ঝাঁক তারকা!  উপস্থিত ছিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly), শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee), অঙ্কুশ হাজরা (Ankush Hazra), অনিবার্ণ ভট্টাচার্য, সোহিনী সরকার, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, কোয়েল মল্লিক, হরনাথ চক্রবর্তী।

কিন্তু এই সম্মান পেয়েই চরম ট্রোলের স্বীকার হয়েছেন অভিনেতা-অভিনেত্রীরা! আদতে যারা এই সম্মানের অংশীদার তাদের বাদ দিয়ে কেন অঙ্কুশ,শুভশ্রী বা শ্রাবন্তীকে এই সম্মানে ভূষিত করা হলো সেই প্রশ্নের উত্তর চাইছে নেটিজেনরা! তাদের এক অংশের মতে আদেও কি তাদের যোগ্যতা রয়েছে এতো বড়ো একটি সম্মানে ভূষিত হওয়ার?

প্রতিবারের মত এবারও এই অনুষ্ঠান প্রদানে অনুপস্থিত ছিলেন জিৎ (Jeet)। অনেকেই বলছেন, বাংলা চলচ্চিত্রে তাঁর অবদানও কম নয়, তাই এই সম্মান অন্তত অঙ্কুশের থেকে বেশি পাওয়ার অধিকারী একমাত্র তাঁরই! বারংবার এই অনুষ্ঠান প্রদান অনুষ্ঠান নিয়ে কথা হলেই উঠে আসে রাজনৈতিক কনটেক্সট! এবারেও তার অন্যথা হয়নি।

Tollywood Superstar Jeet

অনেকে বলছেন জিৎ কোনও রাজনৈতিক দলের সাথে সংযোগ রাখেন না তাই তাঁকে এই সম্মানে ভূষিত করা হয়নি। গতবছরও যখন জিৎ এর বদলে সোহম চক্রবর্তীকে (Soham Chakroborty) এই মহানায়ক সম্মান দেওয়া হয় তখনও এই নিয়ে কম জলঘোলা হয়নি। কারণ এটা সকলেই জানেন যে সোহমের থেকে জিৎ এর স্টারডাম অনেকটাই বেশি। ফলে কেন জিৎকে উপেক্ষা করা হচ্ছে সেই নিয়ে অভিনেতার অনুরাগী নয় সাধারণ দর্শকও ক্ষোভে ফেটে পড়েছে।

আবার এদিকে ‘মহানায়ক সম্মান’ (Mahanayak Samman) আনন্দে আপ্লুত হয়ে বাড়ি এসে শুভশ্রী সোশ্যাল মিডিয়ায় একটা বড়ো পোস্ট করে নিজেকে খিল্লির পাত্রী করে তোলেন! একজন সেই কমেন্ট বক্সে আবার লিখেছেন,‘ভালোই হয়েছে উত্তম কুমার মরে গেছে, এমনিতেও এটা যদি দেখতো যে তোমরা মহানায়ক তাহলে গলায় দড়ি দিত।

অন্যদিকে অঙ্কুশের পোস্টের তলায় একজন লিখেছেন, ‘আমি তোমায় অসম্মান করতে চাই না ,কিন্তু মহা নায়ক ব্যাপারটা কে একটা হাস্যকর বিষয় বানিয়ে দিচ্ছেন আমাদের মাননীয়া মুখ্যমন্ত্রী, মহানায়ক মানুষ বানায় তার জন্য পুরস্কার লাগে না। কিন্তু ওই উপাধিটার মর্যাদাটা দিন দিন হারিয়ে যাচ্ছে।’

Leave a Comment