সাফল্যের উদযাপন, ‘জগদ্ধাত্রী’ ঘিরে খুশির বন্যা নেটপাড়ায়!

Trisha

No comments

সম্প্রতি সিরিয়াল(Serial) দেখা মানুষের অভভাবে পরিণত হয়েছে। সিরিয়াল যেন তাদের জীবনের অক্সিজেন! দর্শকমহলে বাংলা ধারাবাহিকের(Bengali Serial) চাহিদা দিন দিন বেড়ে চলেছে। এই মুহূর্তে জি বাংলার (Zee Bangla) পর্দায় সম্প্রচারিত অত্যন্ত জনপ্রিয় একটি ধারাবাহিক হল ‘জগদ্ধাত্রী’ (Jagaddhatri)। সম্প্রতি এই ধারাবাহিক দর্শকদের ভালোবাসায় ৪০০ পর্ব অতিক্রম করে ফেলেছে।

প্রত্যেক সপ্তাহে টিআরপি তালিকায় প্রথম তিনে এই মেগার স্থান একেবারে পাকা। একাধিকবার বেঙ্গল টপারও হয়েছে এই সিরিয়াল। যেখানে ধারাবাহিকের নাজেহাল অবস্থা, শুরু হতে হতেই টিআরপির অভাবে বন্ধের মুখে পড়তে হচ্ছে, সেখানে দাঁড়িয়ে ৪০০ পর্ব অতিক্রম করা একটা মাইলস্টোন জগদ্ধাত্রী টিমের জন্যে।

Jagaddhatri, Jagaddhatri serial crosses 400 episodes

এই আনন্দ মুখর সময়ের সেলেব্রেশনও(Celebration) হয়েছে খুব ধুমধাম করে। ২০২২ সালের ২৯ অগাস্ট মাসে পথ চলা শুরু করেছিল এই ধারাবাহিক, যার কাহিনী গড়ে উঠেছিল গোয়েন্দা কাহিনীকে ভিত্তি করে। এই ভিন্ন স্বাদের ধারাবাহিক কিন্তু অল্পদিনের মধ্যেই হয়ে উঠেছিল দর্শকদের অত্যন্ত জনপ্রিয়, যা একবছর পরও কমে যায়নি।

Jagaddhatri serial Swayambhu, Soumyadeep Mukherjee birthday

অঙ্কিতা মল্লিক এবং সৌম্যদীপ মুখোপাধ্যায়ের নতুন জুটিকে ভালোবাসা দিয়ে ভরিয়ে দিয়েছে দর্শকরা। তাদের নিজস্ব নাম ভুলে তারা এখন জগদ্ধাত্রী এবং স্বয়ম্ভূ নামেই বেশি পরিচিত। অ্যাকশন থেকে রোম্যান্স- সব কিছুই দেখা যায় জি বাংলার এই মেগায়। সম্প্রতি ‘জগদ্ধাত্রী’র ৪০০ পর্ব সম্পন্ন হওয়ায় জি বাংলার তরফ থেকে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করা হয়। ক্যাপশনে লেখা, ‘আপনাদের আশীর্বাদ ও ভালোবাসায় ৪০০ পর্বে পা রাখলো আপনাদের প্রিয় ধারাবাহিক ‘জগদ্ধাত্রী’। এভাবেই পাশে থাকুন আর দেখতে থাকন ‘জগদ্ধাত্রী’’।

Leave a Comment