২০২১ সালের ফেব্রুয়ারিতে শুরু হয়েছিল “গৌরী এলো”-র (Gouri Elo) পথ চলা। ২০২৩ সালের নভেম্বর মাসে সেই দুইবছরের সফর শেষ করলো এই ধারাবাহিক (Serial)। জি বাংলার (Zee Bangla) পর্দায় সম্প্রচারিত অত্যন্ত জনপ্রিয় একটি ভক্তিমূলক সিরিয়াল ‘গৌরী এলো’। আধ্যাত্মিকতার সাথে বাস্তবের মেলবন্ধন ঘটানোতে এই ধারাবাহিক প্রথম থেকেই দর্শকদের ভীষণ প্রিয় হয়ে ওঠে এই ধারবাহিক।
এই ধারাবাহিকের যারা নিয়মিত দর্শক তারা জানেন ধারাবাহিকের ঈশান-গৌরী (Ishan-Gouri) হর পার্বতীর মানব রূপ। তাই ঈশ্বরের আশীর্বাদে ইতিমধ্যেই একাধিক অলৌকিক ঘটনার সাক্ষী দেখেছেন এই সিরিয়ালের দর্শক। সবই ঠিক চলছিল কিন্তু এই বছরের মাঝামাঝি থেকে অনুরাগের ছোঁয়া এবং জগদ্ধাত্রী ধারাবাহিকের একচেটিয়া আধিপত্যে পুরোপুরি পরিবর্তন ঘটে এই চিত্রের!
ঈশান গৌরী ছাড়াও জনপ্রিয়তা পেয়েছেন এই ধারাবাহিকের আরও একাধিক চরিত্র। বিশেষ করে এই ধারাবাহিকের খলনায়িকা শৈল মা নানাভাবে নানা রূপে হাজির হয়েছেন টেলিভিশনের পর্দায়। সারা জীবন তিনি নিজেকে দেবীর অংশ ভেবে একটার পর একটা অন্যায় করে এসেছেন। যদিও তার এই ভুলের জন্য একমাত্র দায়ী ছিলেন তার বাবা।
গৌরী এলো সিরিয়ালে ঘোষাল বাড়ির ঘোমটা কালী খুবই জাগ্রত। তাঁর আশীর্বাদ পেতে বহু দূর থেকে ছুটে আসেন ভক্তরা। তবে শুধু সিরিয়াল এই নয় বাস্তবেও এই ঘোমটা কালীর অপার মহিমা। সিরিয়ালের সমস্ত কলা কুশলীদের মতে তাঁর মধ্যে সত্যিই রয়েছে কোন বিশেষ শক্তি। তাই সকলেই বলছেন তাঁদের সবাইকে মা ঘোমটা কালী অনেক কিছু দিয়েছেন।
নভেম্বরেই হয়ে গেল গৌরী এলো-র শেষ দিনের শ্যুট। আর সমাপ্তিতে এসে চোখের জলে ভাসল ধারাবাহিকের কলাকুশলীরা। ঘোমটা কালীকে জড়িয়ে ধরে হাউহাউ করে কাঁদতে দেখা গেল গৌরী ওরফে মোহনা মাইতিকে।সহ-অভিনেত্রীকে জড়িয়ে ধরে শান্ত করার চেষ্টা করতে দেখা গেল ইশান ওরফে বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়কে। চোখের জল আটকাতে পারেনি ধারাবাহিকের শিশু শিল্পীরাও!
এছাড়া জানা যাচ্ছে, এই সিরিয়ালে মা ঘোমটা কালীকে এভাবেই অক্ষত রেখে অন্য কোন সিরিয়ালে অন্য কোন রূপে নিয়ে আসার প্রস্তাব দেওয়া হয়েছে সিরিয়ালের নির্মাতাদের। এদিকে বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, নিজেকে গ্ল্যামারের দুনিয়া থেকে একটু দূরে সরিয়ে রাখবেন কদিন।
Leave a Comment