বর্তমানে বাংলা টেলিভিশনের অন্যতম চর্চিত ধারবাহিক হল জি বাংলার (Zee Bangla) ফুলকি (Phulki)। টিআরপি লিস্টের এক থেকে তিনের মধ্যে থাকা এই ধারাবাহিকটি কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই দর্শকদের মনজয় করে নিতে সক্ষম হয়েছে। মূলত রোহিত ও ফুলকির অনস্ক্রিন কেমিস্ট্রিতে মজেছে দর্শকদের মন।
একটা ধারাবাহিকের সপ্তাহ টিআরপির টপ তিনে আসার পেছনে সবচেয়ে বড়ো অবদান থাকে ধারাবাহিক নির্মাতাদের। তাদের একের পর এক টুইস্ট এনে দেয় একটা ধারবাহিককে চূড়ান্ত সাফল্য! ফুলকির ক্ষেত্রেও তার ব্যতিক্রম ঘটেনি। ধারাবাহিকের জনপ্রিয়তা যখন তুঙ্গে, তখনও নির্মাতারা ধারাবাহিকের দর্শকদের দিয়ে যাচ্ছেন একের পর এক চমক।
বর্তমানে আরও বড়ো এক চমক নিয়ে হাজির ফুলকির নির্মাতারা। ফুল্কিতে আগমন ঘটতে চলেছে ইচ্ছে পুতুলের রূপ ওরফে ফাহিম মির্জা (Fahim Mirza)। তিনি কিন্তু সবসময়ে খল চরিত্রে কাজ করেননি। এর আগে তিনি মিঠাইয়ের পুলিশ অফিসারের চরিত্রে কাঁপিয়েছিলেন সেট। আর এখন তিনি তার ডার্ক শেডের চরিত্র দিয়ে কাঁপাচ্ছেন ইচ্ছেপুতুল।
তবে ফুলকিতে তার চরিত্র কোন শেডের তা নিয়ে খোলসা করে জানা যায়নি কিছুই! তবে ইতিমধ্যেই তার লুক সেট হয়ে গেছে এবং কাল তার প্রোমোর শুটিং। ধারাবাহিকে হয়তো কৌশাম্বীর বিপরীতে দেখা যেতে পারে তাকে। যদিও এই প্রসঙ্গে এখনও টিম ফুলকি বা ফাহিম মির্জার তরফে বিশদে কিছু জানা যায়নি। তবে রিপোর্ট অনুযায়ী ফুলকি ধারাবাহিকে কৌশাম্বী ওরফে পারমিতার ‘লাভ ইন্টারেস্ট’ হিসাবে আগমন ঘটবে রূপের।
Leave a Comment