ময়ূরীর পাতা ফাঁদে নীল, বাঁচাতে পারবে মেঘ? প্রকাশ্যে ‘ইচ্ছে পুতুল’র ধামাকা পর্ব

Trisha

No comments

জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক ‘ইচ্ছে পুতুল’ (Icche Putul)-এ এখন চলছে ধুন্ধুমার পর্ব। মেঘ (Megh) নীল আর ময়ূরীর এক ত্রিকোণ প্রেমের সম্পর্ক নিয়ে এই ধারাবাহিক শুরু হয়েছিল। ত্রিকোণ প্রেমের প্রতি বাঙালির আকর্ষণ বরাবরের। তাই দুই বোনের এক পুরুষ মানুষকে নিয়ে টানাটানি দেখতে বেশ আনন্দই পাচ্ছেন দর্শকরা। এখানে নায়িকা চরিত্রে অভিনয় করছেন তিতিক্ষা দাস (Titiksha Das), এবং নায়ক হিসেবে মৈনাক ব্যানার্জী। খলনায়িকা চরিত্রে দেখা যাচ্ছে শ্বেতা মিশ্রকে।

যারা এই ধারাবাহিকের নিত্যদিনের দর্শক তারা জানেন বহুদিন থেকেই একে অপরের থেকে অনেক দূরে সরে গিয়েছে ধারাবাহিকের মেঘ-নীল। তাদের এই বিচ্ছেদের পিছনে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে মেঘের দিদি ময়ূরী। কিন্তু বর্তমানে ময়ূরীর আসল রূপ সবার সামনে প্রকাশ পায়। আর তারপর থেকেই মেঘকে ফিরে পাওয়ার চেষ্টা করছে নীল এবং তার পরিবার।

বর্তমানে নীল একটু একটু করে মেঘের প্রতি দুর্বল হয়ে পড়ছে, এবং তাঁদের পুরোনো ফেলে আসা দিনের কথা মনে করছে। তাঁদের সুখের দিনে অমাবশ্যর চাঁদের মতো আগমন ঘটে ময়ূরীর।

এসব ভাবতে ভাবতেই এই অচেনা নম্বর থেকে ফোন আসে নীলের ফোনে, ফোনটা তুলতেই ওপার থেকে ময়ূরীর গলা পায় সে। ময়ূরী তাকে বলে, নীলের সাথে কথা বলতে ইচ্ছা করছিল তার, তাই সে ফোন করেছে। এরপর নীল তাকে স্পষ্ট জানিয়ে দেয়, আর একবার ফোন করলে সে পুলিশের কাছে যাবে। তখন ময়ূরী নীলকে বলে, সেও পুলিশের কাছে যাবে আর বলবে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে নীল তার সঙ্গে ঠিক কি কি করেছে।


এদিকে আবার দেখা যায় রূপ বারবার গিনিকে ফোন করতে থাকে। আর গিনির পুরনো সব কিছু মনে পড়ে যায়। সে মিনিকে বলে, তার খুব ভয় লাগছে। তার সাথে যা যা হয়েছে সেগুলো কখনো ভুলতে পারবে না! অন্যদিকে রূপ তার মাকে বলে গিনি একবার ফোন তুললেই সে কোনো ভাবে গিনিকে দিয়ে কেসটা তুলে নেবে।

Leave a Comment