রাতের অন্ধকারে মেঘের ঘরে এ কে? ময়ূরীর সাথে হাত মিলিয়ে ভয়ঙ্কর খেলায় মেতে উঠল রূপ

Trisha

No comments

জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক ‘ইচ্ছে পুতুল’(Icche Putul)-এ এখন চলছে ধুন্ধুমার পর্ব। মেঘ (Megh) নীল আর ময়ূরীর এক ত্রিকোণ প্রেমের সম্পর্ক নিয়ে এই ধারাবাহিক শুরু হয়েছিল। ত্রিকোণ প্রেমের প্রতি বাঙালির আকর্ষণ বরাবরের। তাই দুই বোনের এক পুরুষ মানুষকে নিয়ে টানাটানি দেখতে বেশ আনন্দই পাচ্ছেন দর্শকরা। এখানে নায়িকা চরিত্রে অভিনয় করছেন তিতিক্ষা দাস (Titiksha Das), এবং নায়ক হিসেবে মৈনাক ব্যানার্জী। খলনায়িকা চরিত্রে দেখা যাচ্ছে শ্বেতা মিশ্রকে।

যারা এই ধারাবাহিকের নিত্যদিনের দর্শক তারা জানেন কিছুদিন আগের জেল থেকে ছাড়া পেয়েছে রূপ। আর স্বভাব বসত এরপর থেকেই মেঘে ক্ষতি করার জন্যে উঠে পরে লেগেছে সে। কোনোরকম সুযোগে ফাঁক রাখছেনা। নিজের কাজ সিদ্ধ করার জন্যে ময়ূরীকে নিজের দলে টেনে নিয়েছে।

ধারাবাহিকের এই দিনের পর্বে দেখা যায়, মেঘ আর তার বাবা অনিন্দ্য পূজোতে একসাথে ঠাকুর দেখতে বেরিয়েছে। তারা প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরছে ফুচকা খাচ্ছে খুবই আনন্দ করছে। তবে কিছুক্ষণের মধ্যেই মেঘের সব আনন্দ বিভীষিকায় পরিণত হয়। মেঘ বুঝতে পারে তাকে রূপ ফলো করছে। অনিন্দ্য চিন্তা করবে বলে মেঘ আর তাকে কিছু বলে না।

এদিকে নীলের বাড়ির ছেলেমেয়েরা একসাথে ঠাকুর দেখতে বেরোনোর কথা বললে অবাক হয় নীলের বাবা। কারণ ইটা তাদের বাড়িতে নতুন। এরপর দেখা যায় মেঘ নিজের ঘরে এসে ফ্রেশ হয়ে ঘুমাতে যাচ্ছে। ঘরের দরজা বন্ধ করতেই ময়ূরী রূপকে ফোনে করে।

সে রূপকে জানায় মেঘ দরজা বন্ধ করে দিয়েছে এবার লাইট নেভালেই সে রূপকে খবর দেবে। এরপর দেখা যায় মেঘ ঘুমোচ্ছে আর সেই সময় হঠাৎই তার ঘরের দরজা খুলে ঘরের মধ্যে রূপ ঘরে ঢুকে যায়। তবে এবার কি হবে মেঘের? জানতে হলে দেখতে হবে পরের দিনের পর্ব।

Leave a Comment