ফের পাল্টি খাচ্ছে মধুবালা! ঘুরতে চলেছে জি বাংলার কার কাছে কই মনের কথার মোড়

Trisha

No comments

এই মুহূর্তে বাংলা বিনোদনের (Bengali Entertainment) চ্যানেলগুলিতে বসেছে ধারাবাহিকের (Bengali Serial) মেলা। স্টার জলসা (Star Jalsha) থেকে শুরু করে জি বাংলা (Zee Bangla) সব জায়গাতেই আসছে একাধিক নতুন ধারাবাহিক। আর এই নিত্য নতুন ধারাবাহিকের গল্পে মেতে উঠছে ধারাবাহিক প্রেমী বাঙালিরা।

তেমনি বর্তমানে দাঁড়িয়ে জি বাংলার যদি কোনো ধারাবাহিককে বাস্তববাদী ধারাবাহিক বলে চিহ্নিত করতে বলা হয় তবে তার মধ্যে সবার আগে আসবে কার কাছে কই মনের কথা (Kar Kache Koi Moner Kotha) ধারাবাহিকের নাম। মূলত নায়িকা শিমুল ও তার চার প্রতিবেশী বান্ধবীদের নিয়ে এই ধারাবাহিকের প্লট গড়ে ওঠে। যেখানে শিমুলের চরিত্রে রয়েছেন মানালি দে (Manali Dey) এবং নায়ক পরাগের চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে দ্রোণ মুখোপাধ্যায়কে(Drone Mukherjee)।

যারা এই ধারাবাহিকটির নিয়মিত দর্শক তারা জানেন, শিমুলকে মারার চেষ্টা বৃথা যায় পরাগ আর পলাশের। সুস্থ হয়ে এবার তার জীবনের জন্যে পাঁচ লক্ষ টাকা দাবি করে শিমুল। এখানেই শেষ নয়, পাশাপাশি পরাগের প্রতি মাসে মাইনের অর্ধেকটাও দাবি করে সে। যদিও টাকা চাওয়ার পেছনের কারণ কাউকেই খোলসা করে বলেনি সে।

এদিনের পর্বে জানা যায় পাঁচ লক্ষ টাকাটা শিমুল নিজের জন্যে নেয়নি। টাকাটা নেওয়ার পেছনে শিমুলের উদ্দেশ্য ছিল অত্যন্ত মহৎ। আসলে পুতুলের চিকিৎসা এবং ভবিষ্যতে তার বিয়ের জন্য টাকাটা পরাগের থেকে নেয় শিমুল। এতে পরাগকে শাস্তিও দেওয়া হল অন্যদিকে সেই শাস্তি স্বরূপ নেওয়া টাকা দিয়ে পুতুল দির সাহায্যও করা হলো। শিমুল এই কথাগুলো বলতে বারণ করেছিল পুতুলকে কিন্তু শিমুলের এত অপমান সহ্য করতে না পেরে সে সবার সামনে সব সত্যিটা বলে দেয়।


পুতুলের থেকে সমস্ত সত্যিটা জানার পর মধুবালা সহ প্রত্যেকে শিমুলের থেকে ক্ষমা চায়! শিমুল তখন তাঁদের বলে, কাউকে ভালোবাসলে তাকে বিশ্বাস করাটাও একান্ত জরুরি! ভালোর পাশাপাশি খারাপটাকেও গ্রহণ করাও জরুরি! এর পাশাপাশি শিমুল বুঝে যায় কেবল মাত্র পুতুল ছাড়া তাকে নিস্বার্থভাবে বিশ্বাস করতে পারেনি!

Leave a Comment