বর্তমানে বাংলার যদি কোনো ধারাবাহিক (Bengali Serial) রমরমিয়ে চলে থাকে তবে তা জি বাংলার (Zee Bangla) ধারাবাহিক নিম ফুলের মধু (Neem Phuler Madhu)। সেই প্রথম থেকে শুরু করে এখনো পর্যন্ত প্রতিদিনই কিছুনা কিছু নতুন চমক আনছেন দর্শকদের জন্যে সিরিয়ালের কারিগররা।
প্রতিটা ধারাবাহিকের ন্যায় এই ধারাবাহিকের যাবতীয় খল কাজকর্ম করে ইশা! এদিকে পর্ণা নিজের শ্বশুরবাড়ির পাঁচ জন পাঁচ রকম মানুষকে একসাথে একই সুতোয় বেঁধে এগিয়ে যাওয়ার চেষ্টা করলেও ইশা সবটা নষ্ট করতে ব্যস্ত! দত্ত বাড়িতে আগমনের পর থেকেই পর্ণার গলার কাঁটা হয়ে রয়েছে সে!
এই ধারাবাহিকের নায়িকা হল জনপ্রিয় অভিনেত্রী পল্লবী শর্মা। নায়ক হিসেবে অভিনয় করছেন রুবেল দাস। এইবার পর্ণার দাবি শুনে মাথা ঘুরে গেলো কৃষ্ণার। এই ধারাবাহিকের যারা নিত্যদিনের দর্শক তারা জানেন ধারাবাহিকে পর্ণা ও সৃজনের ডিভোর্স পর্ব মেটেনি এখনও। কৃষ্ণা সর্বদা পর্ণাকে নিজের প্রতিদ্বন্দ্বী ভেবে এসেছে। ভেবেছে তার জন্যেই তার বাবুর মাথা নষ্ট হয়ে যাচ্ছে।
এর মাঝেই দেখা যে খানিক কাছাকাছি আসছে সৃজন ও পর্ণা, এদিনের এপিসোড সে জানায় সে সৃজনকে ছাড়ার কথা ভাবতেও পারেনা। তারা দুজনে আবেঘন মুহূর্ত কাটাতে থাকে। এর মাঝেই আগমন ঘটে পিকলুর। বেশ হাসি ঠাট্টা আনন্দ ঘন মুহূর্ত কাটাতে থাকে এটার। কিন্তু এর মাঝেই উপস্থিত হয়েছে আরেক প্রমো!
প্রোমোতে দেখানো হচ্ছে লাল বেনারসি ও মাথা ভর্তি সিঁদুর নিয়ে রুচিরা ও চয়নকে সঙ্গে করে পর্ণার তার বাড়িতে প্রবেশ। ঢুকেই সে জেঠিকে বলে, “তোমার ছেলের বৌ এসেছে বরণ করো!” ঠিক তখনি রুচিরা ও চয়নকে দেখে সকলেই বিস্মিত! এমন সময় সৃজন বলে ওঠে রুচিরাকে বাড়িতে ঢুকিয়ে সে হয়তো চয়ন আর রুচিরার সম্পর্ক জুড়তে পেরেছে, তবে তাদের সম্পর্কটা ভেঙে দিয়েছে! সত্যি সত্যি কি তবে বিচ্ছেদ ঘটলো সৃজন পর্ণার!
Leave a Comment