আবহাওয়া

জোড়া ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ, দক্ষিণবঙ্গের কোন ৬ জেলায় প্রবল বৃষ্টিপাত? রইল আজকের আবহাওয়ার খবর

কোথায় কোথায় বৃষ্টি হবে আজ? জানেন নিন মৌসম ভবনের দেওয়া আবহাওয়ার পূর্বাভাস

West Bengal Weather Update: জুলাই মাসের শুরু থেকেই বর্ষা (Rain) প্রবেশ করেছে বঙ্গে। তবে বিগত দু সপ্তাহে কলকাতা তো বটেই দক্ষিণবঙ্গে (South Bengal) যে বৃষ্টিপাতের পরিমাণ সেটা বেড়েই চলেছে। তবে এবার বর্ষাকাল নিয়ে নতুন আপডেট দিল আলিপুর আবহওয়া দফতর (Alipur Weather Office)। যেখানে বৃষ্টি আরও বাড়বে বলেই জানা যাচ্ছে। দক্ষিণবঙ্গের মোট ৬ জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকছে। চলুন দেখে নেওয়া যাক সেই আপডেট।

যেমনটা আগেও বলা হয়েছিল, বঙ্গোপসাগরে একটা নয় বরং দুটো ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে। মূলত ওড়িশা ও গঙ্গা সংলগ্ন পশ্চিমবঙ্গ তথা ঝাড়খণ্ডে এই ঘূর্ণাবর্ত আছে। এর ফলে আজ অর্থাৎ রবিবার তো বটেই আগামীকাল সোমবারও এই তিন জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তবে এই এলাকার পার্শ্ববর্তী অঞ্চলেও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে।

Weather Update chances of rain

Kolkata Weather : কলকাতা, হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, দক্ষিণ পূর্ব মেদিনীপুর ও নদিয়ায় প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানাচ্ছে হাওয়া অফিস। তবে বৃষ্টি হলেও আদ্রতা জনিত সমস্যা থাকবে। যার জেরে ভ্যাপসা গরম অনুভব হবে। এদিন কলকাতার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ৩৩ ও ২৭ ডিগ্রি থাকবে।

আজ অর্থাৎ রবিবার থেকে শুরু করে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের সর্বত্রই প্রায় মাঝারি বৃষ্টিপাত চলবে। কিন্তু আগে যেমনটা বলা হয়েছে, বৃষ্টি হলেও তাপমাত্রার খুব একটা পার্থক্য হবে না। অন্যদিকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়লেও উত্তরবঙ্গের বৃষ্টি কিছুটা কমছে।

উত্তরবঙ্গে গত একমাস ধরে ব্যাপক বৃষ্টিপাতের জেরে জনজীবন ব্যাহত হয়েছে। তবে রবিবার থেকে সেই পরিস্থিতির কিছুটা উন্নতি হবে বলেই জানা যাচ্ছে। যদিও দার্জিলিং, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায় বৃষ্টির সম্ভাবনা থেকেই যাচ্ছে। তবে বাকি অঞ্চলে সেই সম্ভাবনা অনেকটাই কম বলে জানা যাচ্ছে আবহওয়া অফিসের তরফ থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button