আবহাওয়াখবর

দক্ষিণবঙ্গের এই ৭ জেলায় নামবে বৃষ্টি, আপনার এলাকা নেই তো? দেখে নিন আজকের আবহাওয়ার খবর

Kolkata West Bengal Weather Update: বিগত কয়েকদিন ধরেই দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত (Rain) শুরু হয়েছে। এই রোদ এই বৃষ্টি এমনই আবহওয়া চলছে। সাথে ভ্যাপসা গরমও রয়েছে, এসবের জেরে একপ্রকার অস্বস্তিতে পড়েছেন রাজ্যবাসী। তবে এবার শীঘ্রই বদলাতে চলেছে দক্ষিণবঙ্গের আবহওয়া (South Bengal Weather)। এমনটাই জানা যাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর  (Alipore weather department) এর তরফ থেকে।

লেটেস্ট আবহওয়া দফতরের রিপোর্ট (Weather Report) অনুযায়ী বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে। শুধু তাই নয়, সাথে রয়েছে পশ্চিমি ঝঞ্ঝা। দুইয়ে মাইল রাজ্যে বৃষ্টিপাতবে সম্ভাবনা বাড়িয়ে তুলেছে, তবে অতিভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানানো হয়েছে। অৰ্থত আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গ বিশেষ করে উপকূলবর্তী অঞ্চলে বৃষ্টির পরিমাণ কিছুটা হলেও বাড়তে পারে।

24th July Weather Update Kolkata West Bengal Aajker Abohaowa

কলকাতার আবহাওয়ার (Kolkata Weather) খবরের মধ্যে ইতিমধ্যেই বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হচ্ছে। কখনো মুষলধারে তো কখনো মাঝারি বৃষ্টিপাত চলছে। আলিপুর আবহাওয়া দপ্তরের মতে, আবহাওয়া এমনই থাকবে, মাঝেমধ্যে বজ্রবিদ্যুতপাত সহ বৃষ্টি হবে। তবে মাঝে ঝোড়ো হাওয়া চললেও অতিভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানা যাচ্ছে।

আজ অর্থাৎ ২৭শে জুলাই থেকেই কলকাতা সহ  হাওড়া হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া,  বাঁকুড়াতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। কিন্তু বৃষ্টি হলেও তাপমাত্রা যে কমবে সে আশা নেই বললেই চলে। অর্থাৎ ভ্যাপসা গরমের জেরে যে অস্বস্থি রয়েছে সেটা থেকেই যাবে।

দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত শুরু হলেও উত্তরবঙ্গে প্রায় এক মাস ধরেই প্রবল বৃষ্টি হয়েই চলেছে। যে কারণে একপ্রকার বিপর্যস্ত উত্তরবঙ্গবাসীর দৈনন্দিন জীবন। তবে আপাতত  জলপাইগুড়ি কোচবিহার এবং আলিপুরদুয়ারে হয়ে চলা বৃষ্টিপাত চলতেই থাকবে বলে জানা যাচ্ছে। এছাড়া বাকি জেলায় সেভাবে বৃষ্টির সম্ভাবনা নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button