রামকৃষ্ণ-বামাক্ষ্যাপা, ঠাকুর-দেবতার চরিত্রেই ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন এই ৫ অভিনেতা

Trisha

No comments

বর্তমানকালের সমস্ত সিরিয়ালই (Bengali Serial) নারী কেন্দ্রিক। টিভি খুললেই হাজারটা বাংলা সিরিয়াল এর বিজ্ঞাপনের মেলা। যা সংসারের কুট কাচালি,পরকীয়া নিয়ে ভরপুর। কিন্তু এই বিদ্বেষ এর মাঝে এমন কিছু সিরিয়ালও রয়েছে যা ঠাকুর দেবতাদের কাহিনী নিয়ে তৈরী, যা আপনার মানসিক শান্তি ব্যাঘাত এর হাত থেকে বাঁচাতে পারে। সাময়িক মনের আরাম প্রদান করতে পারে এবং আপনাকে জ্ঞান দ্বারা মন্ডিত ও করে রাখতে তৎপর। ওই তালিকায় একদিকে যেমন আছে বামাখ্যাপার মতো সাধক, তেমনি ওপর দিকে রয়েছে উদ্ধার দাতা লোকনাথ ও, কিংবা রাধাপ্রেমিক কৃষ্ণও।

জগন্নাথ (Jagannath): সম্প্রতিই রাজ্য জুড়ে মহা সমারোহে পালিত হলো জগন্নাথ দেবের পবিত্র উৎসব রথযাত্রা। তাই প্রথমেই মনে  আসে যে সিরিয়ালএর নাম তা হলো কালার্স বাংলার ‘জয় জগন্নাথ’। এই ধারাবাহিকে জগন্নাথ দেবের চরিত্র অভিনয়ে করে ফুটিয়ে তুলেছেন জনপ্রিয় অভিনেতা বিপুল পাত্র।

Jay Jagannath actor Bipul Patra

লোকনাথ (Loknath): এরপরই স্মরণ করতে হয়ে জী বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘জয় বাবা লোকনাথ’ এর। লোকনাথ এর ছোটবেলা থেকে বড়বেলা সবটাই দর্শকদের রুচি মেনে দেখানো হয়। ফলস্বরূপ বাংলার ঘরে ঘরে তুমুল জনপ্রিয়তা পায় এই ধারাবাহিক তথা লোকনাথের বড়বেলার চরিত্রে অভিনীত ভাস্কর চট্টোপাধ্যায়।

Bhaswar Chatterjee in Joy Baba Loknath

রামকৃষ্ণ (Ramkrishna): ২০১৭ থেকে দীর্ঘ পাঁচ বছরের জী বাংলার মেগা সিরিয়েল ‘করুণাময়ী রানী রাসমণি’ তে ছোট ঠাকুর তথা গদাই  এর চরিত্রে অভিনয় করে আকাশছোয়া খ্যাতি লাভ করেছে সৌরভ সাহা।তিনি তার দুর্দান্ত অভিনয়  দিয়ে এতো সুন্দর করে চরিত্র টিকে ফুটিয়ে তুলেছিলেন যে প্রায় ২বছর আগে ধারাবাহিক শেষ হলেও আজ ও দর্শকদের মনে তিনি বিরাজ করছেন তাদের চিরপরিচিত ‘গদাই’ হিসেবেই।

Sourav Saha as Ramkrishna

শ্রীকৃষ্ণ (Sree Krishna): গোটা ভারতের তথা বাংলার জনজাতির ধার্মিক এক দুর্বল স্থান এই কানু বা শ্রীকৃষ্ণদেব। ষ্টার জলসার ‘শ্রীকৃষ্ণের ভক্ত মিরা’ ধারাবাহিকে শ্রীকৃষ্ণের চরিত্র দেখা গেছে অভিনেতা প্রারাদ্ধি সিংহ কে। যাকে বর্তমানে দর্শকরা দেখতে পাবেন ষ্টার জলসার ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিক এ নায়ক সূর্যের ভাই জয় হিসেবে।

Sabyasachi Chowdhury as Bamakhepa

বামাক্ষ্যাপা (Bama Khyepa): যার কথা না বললেই নয় তিনি হলেন ষ্টার জলসার ‘মহাপীঠ তারাপীঠ’ ধারাবাহিকের সব্যসাচী চৌধুরী। তিনি তার চরিত্র এতো সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছিলেন যে দর্শকেরা তাকে বামাখ্যাপা নামেই ডাকতে শুরু করেছিলেন। বর্তমানে তিনি অন্য একটা ভক্তিমূলক ধারাবাহিকের রামপ্রসাদ এর চরিত্র অভিনয়ে করছেন।

Leave a Comment