Weather Update: আবারও দক্ষিণবঙ্গের আবহাওয়া (South Bengal Weather) সম্পর্কিত বুলেটিন প্রকাশিত করা হল আইএমডি (Indian Meteorological Department) এর পক্ষ থেকে। নতুন প্রকাশিত এই আবহাওয়ার খবর (Weather News) আপনারও জানা প্রয়োজন যদি আপনি বাইরের বেরোনোর পরিকল্পনা করে থাকেন।
বুধবারের প্রকাশিত IMD বুলেটিঙে জানা যাচ্ছে, ২-৩ ঘন্টার মধ্যে রাজ্যের বেশ কিছু জায়গায় ঝমঝমিয়ে বৃষ্টি নামতে চলেছে। সাথে চলবে বজ্র বিদ্যুৎ পাত। রিপোর্ট অনুযায়ী ঝাড়গ্রাম ও উত্তর ২৪ পরগণায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে চলেছে। এই নিয়ে ইয়তমধ্যেই হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তবে এই দুই এলাকার জেলার পাশাপাশি হাওড়া, পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগোনাতেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে।
দক্ষিণবঙ্গ ছাড়াও উত্তর বঙ্গের বেশ কিছু জেলাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এই সতর্কতার মধ্যে রয়েছে। অন্যদিকে পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুরেও আবহাওয়ার পরিবর্তনের ফলে বৃষ্টি নামতে পারে।
আজ সকাল থেকেই মেঘ আর রোডের মধ্যে লুকোচুরি খেলা চলছিলই। কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টির খবর মিলেছে ইতিমধ্যেই। তবে বিকেল থেকে রাত পর্যন্ত আবহাওয়া কি হবে এটাই এখন সাধারণ মানুষের কাছে চিন্তার বিষয়।
দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর যেমন মিলেছে তেমনি আপডেট মিলেছে উত্তরবঙ্গের আবহাওয়া নিয়েও। উত্তরবঙ্গের আবহাওয়া বেশ চিন্তার সৃষ্টি করেছে আধিকারিকদের মনে। আলুপুর আবহাওয়া দফতরের মতে, বৃষ্টি তো বটেই সাথে ঘূর্ণাবর্ত ও নিম্নচাপের জেরে ইতিমধ্যেই বেশ কিছুটা বিপর্যস্ত হয়ে পড়েছে উত্তরবঙ্গ।
Leave a Comment