Uttam Kumar Real Name : মহানায়ক(Mahanayak) বাঙালির কাছে একজনই ছিল, আর একজনই থাকবে। তিনি হলেন উত্তম কুমার(Uttam Kumar)। যুগের পর যুগ ধরে তিনি তার অভিনয় দিয়ে মাতিয়ে রেখেছেন বাঙালিদের! তাই এখনো প্রায় ৪দশক পরও টলিউডে হাজার একজন ভালো অভিনেতা এলেও তিনিই রয়ে গেছেন সেরার সেরা। উত্তম কুমারের ভক্তরা জানেন তার এই নামটি আসল নাম নয়! এই প্রতিবেদনে রইলো তার নাম পরিবর্তনের কারণ।..
উত্তর কলকাতার একটি মধ্যবিত্ত পরিবারে 1926 সালের 3 রা সেপ্টেম্বর, কলকাতার আহিরীটোলায় মামার বাড়িতে জন্ম নেন উত্তম কুমার। মা ও শিশু তখনও আঁতুড়ঘরে। এর মধ্যেই শিশুর দাদু অর্থাৎ মায়ের বাবা শিশুটির নাম ঠিক করে ফেলেছেন, উত্তম। কিন্তু অদূরে মা চপলাদেবীর কিন্তু নামতা একেবারেই পছন্দ হয়নি এবং তিনি সেটা ঠারেঠারে বুঝিয়ে দিয়েছিলেন।
মা চপলা দেবী একটু আধুনিক নাম রাখতে চেয়েছিলেন। তিনি ছেলেদের নাম শুনেছেন “পুরুষোত্তম” “নরোত্তম” সেখানে উত্তম নাম আবার হয় নাকি! তাই ছেলের জন্মের পর সাতকড়িবাবু তার নাম রাখেন অরুণ কুমার চ্যাটার্জী(Arun Kumar Chaterjee)। পড়াশোনায় মেধাবী অরুণ সাউথ সাবার্ন স্কুলের পর গোয়েঙ্কা কলেজে বিজনেস এবং কমার্স শাখাতে ভর্তি হয়েছিলেন। কিন্তু পড়াশোনা মাঝপথে ছেড়ে দিয়ে চাকরিতে যোগদান করেন এবং সেই সঙ্গে নাটকের দলের সাথে যোগ দেন! জীবনের একটা বড়োদিক যেন আবিষ্কার করেন তিনি।
অফিস থেকে ফিরেই মায়ের তৈরি পরোটা-আলুপোস্ত খেয়েই তাঁকে ছুটতে হত থিয়েটার করতে। এর মধ্যেই এল সিনেমায় অভিনয়ের সুযোগ, তবে তা খুবই ছোট্ট চরিত্রে। ছবির নাম ‘মায়াডোর’। চরিত্রটি হল বরের, বর বিয়ে করতে এসে মার খেয়ে পালাবে, এইটুকুই ছিল অরুণের পার্ট, তাই মন দিয়ে করলেন। বাড়ির সকলের মনে আনন্দ। এবার তাঁদের অরুণকে দেখা যাবে সিনেমায়। কিন্তু মুক্তি পেল না ‘মায়াডোর’।
এভাবেই একদিন পরিচালক নীতিন বোসের নজরে পড়ে যান তিনি। এরপর ১৯৪৮ সালের ‘দৃষ্টিদান’ ছিল তার মুক্তি পাওয়া প্রথম ছবি। তখনও তিনি অরুণকুমার।পরপর বেশ কয়েকটি সিনেমা ফ্লপ হওয়ার পর তিনি যখন সিনেমা ছেড়ে দেওয়ার কথা ভাবছেন তখনই ‘সাড়ে চুয়াত্তর’ ছবির প্রস্তাব আসে তার হাতে। উত্তম কুমার এবং সুচিত্রা সেনের জুটির প্রথম ছবি।
উত্তমকুমার তাঁর আত্মজীবনী ‘হারিয়ে যাওয়া দিনগুলি মোর’তে লিখেছেন অরুণ কুমার নামের অর্থ সূর্যের পুত্র। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নামের অর্থও তাই।উত্তম কুমারের কথায়, “সূর্যের মত সাহিত্য জগতে বিরাজ করছেন রবীন্দ্রনাথ। এই নাম নেওয়া তাকেই মানায়। কিন্তু আমি? আমি তো সামান্য মানুষ। আমার যোগ্যতা নেই এই নাম নেওয়ার। তাই আমি আমার নাম বদলে রাখলাম উত্তম কুমার। অর্থাৎ উত্তম মানুষের পুত্র।” তাই দাদুর দেয়া নামই নিয়ে এগোলেন তিনি।
Leave a Comment