নতুন ধারাবাহিকে ফিরছেন সোনামনি! পৌরাণিক গল্পে দেখা যাবে তাকে

Trisha

No comments

পৌরাণিক কাহিনীর ওপর আকর্ষণ রয়েছে মানুষ মাত্ররই। তার মধ্যে বাঙালিরা এই পৌরাণিক মিথের ওপর ভরসা করতে পছন্দ করেন। বিনোদনের জগতে বহু বছর ধরে মানুষের এই পৌরাণিক গল্পের প্রতি আকর্ষণকে কাজে লাগাচ্ছে স্টার জলসা (Star Jalsha), জি  বাংলার (Zee Bangla) মতো চ্যানেলরা। কানাঘুষোয় শোনা যাচ্ছে স্টার জলসায় আসতে চলেছে এমন এক ধারাবাহিক যা পারিবারিক কূটকাচালি ব্যাতিত এক নতুন ধরণের গল্প নিয়ে হাজির হবে।

পুজোর পরই স্টার জলসায় আসবে এই নতুন মেগা। ‘লাভ বিয়ে আজকাল’ (Love Biye aajkal), ‘তোমাদের রানী’ (Tomader Rani) ‘জল থই থই ভালোবাসা’ (Jol Thoi Thoi Bhalobasa)-এর পর আসতে চলেছে একদম অন্যরকম গল্প নিয়ে এক ধারাবাহিক। যেখানে আমরা নায়িকা হিসেবে পেতে চলেছি আমাদের সকলের প্রিয় দেবী চৌধুরানী ওরফে সোনামনি সাহা (Sonamoni Saha)কে

সোনামনির সম্প্রতি ধারাবাহিক ‘এক্কা দোক্কা’ (Ekka Dokka) শেষ হয়েছে। এর মাঝেই আবার সুব্রত রায় প্রোডাকশনের (Subrata Roy Production) হাত ধরে দীর্ঘদিন বাদে আসতে চলেছে এক নতুন ধারাবাহিক। যার কাহিনী হতে চলেছে ঐতিহাসিক জীবনী অথবা পৌরাণিক গাঁথা। টলিপাড়ায় শোনা যাচ্ছে ‘ঝাঁসির রানী লক্ষীবাঈ’এর মতোই কোনও বীর যোদ্ধার গল্প আসবে পর্দায়।

গল্পের নাম বলুন বা নায়ক কেউই এখনো স্থির হয়নি। তবে এতটুকু জানা যাচ্ছে বামাখ্যাপা বা রানা রাসমণির মতো চরিত্রদের আবার দেখতে পারবেন ছোট পর্দায় দর্শকেরা। তবে প্রশ্ন হলো এতো বছর পর আবার কেন ফিরে আসার সিধান্ত নিলেন সুব্রত রায় প্রোডাকশন?

সুব্রত রায় প্রোডাক্শনের মারফতই দর্শকরা পেয়েছিলেন ‘বামাক্ষ্যাপা’, ‘রানী রাসমণি’, ‘দেবী চৌধুরানী’, ‘মনসা’র মতো ছোট পর্দার চরিত্রদের। তাই তারা এবারও ভরসা করছে পৌরাণিক কাহিনীকে। শোনা যাচ্ছে, পৌরাণিক কাহিনীর উপর এই হাউস দুটো সিরিয়াল আনবে। একটি সম্প্রচারিত হবে স্টার জলসায়, অন্যটি সান বাংলায়।

Leave a Comment