বর্তমানে ওটিটির যুগে মানুষ সিনেমার থেকেও বেশি ওটিটির পছন্দ করেন! তাই অভিনেতা অভিনেত্রীরাও ব্যস্ত থাকেন ওটিটি নিয়েই। তেমনিই অবস্থা আমাদের বুম্বাদা ওরফে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়র (Prosenjit Chatterjee)। মাঝে প্রচুর পরিমানে ওটিটির কাজের মাঝে ব্যস্ত থাকলেও ফিরে আসলেন ছোট পর্দায়! যদিও এবার কোনো চরিত্র হিসেবে নয়, ফিরে এলেন প্রযোজনার কাজে!
সে হাজার ওটিটি চলে আসুক না কেন, বাঙালি ঘরের মা-কাকিমাদের কম টাকায় বিনোদনের জগৎই হল টেলিভশন।আর সেই এক একটা চ্যানেল দাঁড়িয়ে রয়েছে টিআরপির(TRP) ওপরেই। তাই টিআরপির দৌড়ে যেই ধারাবাহিক(Serial) পিছিয়ে পরে তাকে বন্ধ করে তার জায়গায় নিয়ে আশা হয় নতুন ধারাবাহিক। যার ফলে একাধিক নতুন মুখের আগমন ঘটে সিরিয়াল জগতে। যার ফলস্বরূপ টিআরপিও বাড়ে হু হু করে! বাংলা ধারাবাহিকের দর্শকদেরকেই এই বিষয়ে বাহবা দেওয়ার মতোই! কারণ পুরোনোকে বিদায় দিয়ে তারা অতি সহজেই নতুনকে গ্রহণ করে নেন!
সম্প্রতি জ়ি বাংলায় শুরু হবে নতুন সিরিয়াল ‘আলোর কোলে’(Alor Kole)। তবে কি জি বাংলার(Zee Bangla) খেলনা বাড়ি(KhelnaBari) ধাবাবাহিকের স্লটেই আস্তে চলেছে এই ধারাবাহিক? তা অবশ্য এখনো জানা যায়নি। মঙ্গলবার সন্ধ্যায় চ্যানেলর তরফে এই নতুন ধারাবাহিকের প্রোমো শেয়ার করা হয়েছে। এই সিরিয়ালে রয়েছেন টেলিপাড়ার অত্যন্ত মুখ চেনা দুই নায়িকা ও এক নায়ক। স্বীকৃতি মজুমদার, কৌশিক রায়(Koushik Roy), সমু সরকার ছাড়াও রয়েছে এক খুদে শিল্পী নবাগতা রিষিতা নন্দী। যাকে ঘিরেই ধারাবাহিকের গল্পের সূত্রপাত।
কিভাবে এক অশরীরী মা না থেকেও মেয়ের জীবনের সমস্ত ঘাটতি পূরণ করবে তা নিয়েই এই ধারাবাহিক। এর বহু বছর আগে টেলিভিশনে মোড় ঘোরানো সিরিয়াল ‘গানের ওপারে’-এর প্রযোজনা করছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তার ঠিক ১২ বছর পরে আবার ফিরলেন টেলিভিশনে। সময়ের সাথে সাথে বদল ঘটেছে সবকিছুরই! দর্শক থেকে ধারাবাহিক, সবকিছুই বদলে গেছে! এখন এক একটা ধারাবাহিকের আয়ুও কমে গেছে কেবল টিআরপির চক্করে।
এখন এক বছরও চলে না অনেক ধারাবাহিক, কয়েক মাসেই বন্ধ হয়ে যায়, এইরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে প্রযোজক হিসেবে কি বাড়তি কিছু সতর্কতা নেয়া প্রয়োজন? এই প্রশ্নের উত্তরে বুম্বাদা জানান, ‘‘আসলে এখন প্রতিযোগিতা অনেক বেশি। সিনেমা-ওটিটিতে এত ধরনের কনটেন্ট। তাই একটা ঝুঁকি তো থাকেই। তবে চ্যালেঞ্জও রয়েছে। আসলে এটা জীবনের অঙ্গ।’’
তিনি আরও জানান, ‘‘‘গানের ওপারে’ আর হবে না। ওটা এক জনই পারতেন, তিনি আমার বন্ধু। ‘গানের ওপারে’র মতো সিরিয়াল যদি কেউ করেন, তা হলে আমি খুশি হব। কিন্তু তার জন্য চ্যানেলের টিআরপি দরকার, শুধু ফেসবুকে লিখলেই তো হবে না। আমি যে ভাবে ‘গানের ওপারে’ করেছি, খরচের কথায় মাথায় রাখিনি। হ্যাঁ, এটা ঠিক যে ইতিহাস তৈরি করেছিল ওই সিরিয়াল। আসলে ‘গানের ওপারে’র মতো সিরিয়াল করতে গেলে তো দর্শককে দেখতে হবে। দর্শক দেখতে শুরু করলে নিশ্চয়ই হবে।’’
Leave a Comment