প্রতি সপ্তাহে বৃহস্পতিবার বাংলা সিরিয়ালের টিআরপি তালিকা প্রকাশ পেয়ে থাকে। তবে এই সপ্তাহে তা বৃহস্পতিবারের পরিবর্তে শুক্রবার প্রকাশ করা হয়েছে। এটা প্রথম নয় এর আগেও কারণ ও প্রয়োজন থাকলে টিআরপি তালিকা বৃহস্পতিবারের পরিবর্তে শুক্রবার প্রকাশ করা হয়ে থাকে। প্রতিটি সিরিয়াল প্রেমী মানুষ এই দিনটার জন্য অপেক্ষায় থাকেন।
কারণ, বর্তমানে সিরিয়াল গুলি টিআরপির উপরেই পুরোপুরি নির্ভরশীল। কারণ, গল্প ভালো হোক বা মন্দ দর্শক দেখতে পছন্দ করছে কিনা সেটাই আসল। আর তার উপরেই নির্ভর করে টিআরপি পয়েন্ট। সম্প্রতি, অনেক সিরিয়াল শুরু হয়েছে ভালোভাবেই কিন্তু বিশেষ ফলাফল অর্থাৎ টিআরপি তালিকায় নম্বরে বেশ পিছিয়ে পড়ার কারণে তাদের খুব অল্প সময়ের ব্যবধানে বন্ধ করে দেওয়া হয়েছে।
জী বাংলা বা স্টার জলসা প্রতিটি চ্যানেলেই নতুন নতুন ধারাবাহিকের আনাগোনা লেগেই রয়েছে। প্রোমো প্রকাশ পাচ্ছে নতুন নতুন। আর প্রতিবার নতুন প্রোমোর সাথে দর্শকের চিন্তা বেড়ে যায় কোন সিরিয়ালটি শেষ হবে। কারণ এখন আর নতুন পুরোনো বলে কোনো ব্যাপার নেই যখন তখন যেকোনো সিরিয়াল বন্ধ করে দেওয়া হতে পারে। তো আসুন দেখে নেওয়া যাক আজকের সেরা দশের তালিকা।
৫ ই মে TRP লিস্টে সেরা ১০ বাংলা সিরিয়াল :
প্রথম ➜ জগদ্ধাত্রী – ৮.৩
দ্বিতীয় ➜ অনুরাগের ছোঁয়া – ৭.৮
তৃতীয় ➜ গৌরী এলো – ৭.৪
চতুর্থ ➜ নিম ফুলের মধু – ৭.২
পঞ্চম ➜ রাঙা বউ – ৬.১
ষষ্ঠ ➜ কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ / মেয়েবেলা – ৫.৮
সপ্তম ➜ বাংলা মিডিয়াম – ৫.৭
অষ্টম ➜ পঞ্চমী / গাঁটছড়া – ৫.৫
নবম ➜ খেলনা বাড়ি / হরগৌরী পাইস হোটেল – ৫.৪
দশম ➜ এক্কা দোক্কা / সোহাগ জল (৫.১)
এই সপ্তাহেও তালিকায় প্রথম স্থানে জি বাংলার জগদ্ধাত্রী সিরিয়াল। পিছনে ফেলে দিয়েছে স্টার জলসার ‘অনুরাগের ছোঁয়াকে। যে সিরিয়ালটি পরপর কয়েক সপ্তাহ তালিকায় প্রথম স্থানে ছিল। যারা সিরিয়ালটি প্রতিদিন দেখেন তারা জানেন যে অনুরাগের ছোঁয়ার গল্প কিছুটা একঘেয়ে হয়ে উঠেছে আর তাই হয়ত দর্শকের তা পছন্দ হচ্ছেনা। অন্যদিকে জগদ্ধাত্রীতে একের পর এক ধামাকা চলেই আসছে পরপর।
Leave a Comment